25.9 C
Dhaka
Friday, August 22, 2025

লিড নিউজ

নবীগঞ্জে সিএনজি পাম্পে বিস্ফোরণ, পুড়ল ১০টি সিএনজি ও একটি বাস, দগ্ধ ৬

আরও পড়ুন

স্বপন রবি দাশ, হবিগঞ্জ প্রতিনিধি::

‎হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় ঢাকা সিলেট মহাসড়ক আউশকান্দি একটি সিএনজি গ্যাস ফিলিং স্টেশনে বিস্ফোরণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০টি সিএনজি অটোরিকশা ও একটি যাত্রীবাহী বাস পুড়ে গেছে। দগ্ধ হয়েছেন ৬ জন।

‎ঘটনাটি ঘটেছে আজ বৃহস্পতিবার সকাল ৬টার দিকে নবীগঞ্জ উপজেলার আউশকান্দি এলাকায় অবস্থিত একটি সিএনজি ফিলিং স্টেশনে।

‎স্থানীয় সূত্রে জানা গেছে, একটি বাসে গ্যাস ভরার সময় হঠাৎ করে গ্যাসের পাইপ ছিঁড়ে বিস্ফোরণ ঘটে। সঙ্গে সঙ্গে আগুন ছড়িয়ে পড়ে পাম্পের পুরো এলাকায়। পাম্পে গ্যাস নিতে আসা সিএনজিগুলো ও বাসটি আগুনে পুড়ে যায়।

‎দগ্ধদের মধ্যে পাম্পের কর্মী রাসেল মিয়া (২৫), ব্যবস্থাপক জয়নাল আবেদিন (৪০) ও চারজন সিএনজি চালক রয়েছেন। তাঁদের সবাইকে সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

‎পাম্পের সহকারী ম্যানেজার শোয়েব আহমদ বলেন, ‘ঘটনার সময় আমরা পাম্পের তিনতলায় ঘুমাচ্ছিলাম। হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। আগুন ছড়িয়ে পড়লে প্রাণ বাঁচাতে আমরা নিচে লাফ দিই।’

‎প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অগ্নিকাণ্ডে প্রায় ২০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

‎অগ্নিকাণ্ডের খবর পেয়ে হবিগঞ্জ ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

‎হবিগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ হাবিবুর রহমান বলেন, ‘আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনি। পুরো পাম্প পুড়ে গেছে। দগ্ধ ব্যক্তিদের হাসপাতালে পাঠানো হয়েছে।’

‎এ বিষয়ে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠনের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর