25.9 C
Dhaka
Friday, August 22, 2025

লিড নিউজ

ইয়াবা পাচারের সময় পুলিশের এক কনস্টেবল গ্রেপ্তার: ব্যাপক চাঞ্চল্য

আরও পড়ুন

সাকিব চৌধুরী, চট্টগ্রাম:

চট্টগ্রামের লোহাগাড়ায় ১০ হাজার পিস ইয়াবাসহ পুলিশের বিশেষ শাখার (সিটিএসবি) এক কনস্টেবলকে গ্রেপ্তার করা হয়েছে। ২০ আগস্ট (বুধবার) সকাল সাড়ে ৬টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে চুনতি বনবিভাগ রেঞ্জ কার্যালয়ের সামনে থেকে তাকে আটক করে পুলিশ।

আটককৃত পুলিশ সদস্যের নাম মুনিরুল ইসলাম। তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কোতোয়ালি জোনে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি কক্সবাজার জেলার উখিয়া উপজেলায়।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘মুনিরুল ইসলাম মোটরসাইকেলে করে কক্সবাজার থেকে চট্টগ্রামের দিকে ইয়াবার একটি বড় চালান নিয়ে যাচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার মোটরসাইকেলটিও জব্দ করা হয়েছে।’

তিনি আরও জানান, এ ঘটনায় মুনিরুলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতে পাঠানো হয়েছে।

একজন পুলিশ সদস্যের ইয়াবা পাচারে জড়িত থাকার এই ঘটনায় স্থানীয় জনসাধারণের মধ্যে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষ এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষী পুলিশ সদস্যের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন, যাতে ভবিষ্যতে কেউ এমন অপরাধ করার সাহস না পায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর