25.9 C
Dhaka
Friday, August 22, 2025

লিড নিউজ

কিশোরগঞ্জে ৩৬ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী আটক

আরও পড়ুন

এ আর সুমন, কিশোরগঞ্জ, অষ্টগ্রাম:

কিশোরগঞ্জের নিকলী উপজেলায় একটি ইঞ্জিনচালিত নৌকা থেকে ৩৬ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এই চক্রটি দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন এলাকায় মাদক সরবরাহ করত বলে জানা গেছে।

আটককৃতরা হলেন: আরিফ (৩২), ইউসুফ (৩৮), এবং হিরণ এলাইচ পরাণ (৩৫)। তাদের সবার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার মনিপুর গ্রামে।

নিকলী থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আরিফ উদ্দিনের নির্দেশে এসআই এম নাইমুর ইসলাম মোস্তাকের নেতৃত্বে একটি দল চামড়া বন্দর এলাকার ধনু নদীতে অভিযান চালায়। মাদক কারবারিরা পুলিশের উপস্থিতি টের পেয়ে নদীতে ঝাঁপ দিয়ে পালানোর চেষ্টা করে। পরে পুলিশ তাদের ধাওয়া করে আটক করতে সক্ষম হয় এবং নৌকা থেকে ৩৬ কেজি গাঁজা উদ্ধার করে।

প্রাথমিক তদন্তে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া থেকে গাঁজার এই চালানটি নৌপথে কিশোরগঞ্জের বিভিন্ন উপজেলায় সরবরাহ করার জন্য আনা হচ্ছিল। এটি চামড়া বন্দরে পৌঁছানোর কথা ছিল।

নিকলী থানার ওসি কাজী আরিফ উদ্দিন বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। তিনি আরও জানান, মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর