তানভীর আহমেদ ::
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন সমন্বয়কদের পরিকল্পিতভাবে সমালোচনা লক্ষ্যবস্তু বানানো হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সম্মুখযোদ্ধাদের টার্গেট করে প্রচারণার জন্য খোলা হয়েছে ফেক ফেসবুক একাউন্ট।
কেন্দ্রীয় সহ সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফির বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আনা হয় সেপ্টেম্বর মাসের শুরু থেকে। রাফির বায়নেন্স একাউন্টে তেত্রিশ কোটি টাকা এমন প্রচারণার জন্য ভূয়া ইংরেজি পত্রিকার ডিজিটাল ভার্সন। আরেক সমন্বয়ক রেজাউর রহমানের অডিও কল ফাঁস করে মেলার জন্য ১২ লাখ টাকা চাঁদাবাজির অভিযোগ সামনে আনে আওয়ামী ধারার একটি অনলাইন পত্রিকা। বান্দরবান জেলা আওয়ামী লীগের সভাপতির গড়ে উঠা এই পত্রিকার সম্পাদক, প্রকাশক সকলেই আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগর কমিটির ( এখন স্থগিত) সদস্য সচিব নিজাম উদ্দিনকে টার্গেট করে ভিডিও প্রচার করে জামাত ঘরোনার একটি অনলাইন পোর্টাল। গ্রেফতার হওয়া আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত এক শ্রমিক নেতাকে জামাতের রোকন দাবি করে চালানো হয় প্রচারণা। পরে নিজাম উদ্দিনের পদ স্থগিত করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি। পদ ফেরত পাবার পর নিজাম উদ্দিনকে জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সমন্বয়কারী করার পরদিনই (১০ আগস্ট) পুরোনো কথোপকথন সামনে আনা হয়।
চাঁদাবাজির কথোপকথন বলা হলেও যিনি কল রেকর্ড করেছেন তার দাবি বিষয়টি পুরোপুরি নিজেদের মধ্যকার রসিকতা। এ বিষয়ে কল রেকর্ডকারী রিফাত নিজের অবস্থান পরিস্কার করেছেন।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রামের মুখ্য সংগঠক ফাতেমা খানম লিজার বিরুদ্ধেও এমন প্রচারণা চালানো হয়েছিল। তাকে মাদকসেবী হিসেবে অভিযোগ আনা হলে তিনি চ্যালেঞ্জ করে আইনী নোটিশ দিয়েছিলেন। কেন্দ্র থেকে তাকে শোকজ করার পরে তিনি বিষয়টি স্পষ্ট করেন। পরবর্তীতে ঘোষণা দিয়ে বৈষম্য ফ্লাটফর্ম ছাড়েন লিজা। বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার মুখ্য সংগঠক তানিয়া আক্তার নামের আরেক ছাত্রীও আক্রান্ত হন। তার বিরুদ্ধে আশি লাখ টাকা চাঁদাবাজির ভিডিও ভাইরাল করা হয়। পরে জানা যায়, ব্যবসার পার্টনার ত্রিশ হাজার টাকা পাওনা ছিলো। সেই টাকা পরিশোধের জন্য চাপ দেয়া হয় তাকে। পরবর্তীতে টাকা পরিশোধও করেন তানিয়া। কিন্তু কথোপকথনের একটি অংশ বাজারে ছেড়ে তাকে চাঁদাবাজ ট্যাগ দেয়া হয়।
জানতে চাইলে তানিয়া আক্তার বলেন, ‘ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সামনে থেকে লড়াই করেছি। কিন্তু এখন যেভাবে অপপ্রচার করা হচ্ছে, ফ্লাটফর্ম ছাড়তে হবে। যাচাই বাছাই না করে ফেসবুকের গুজবকে গণমাধ্যমে আনা হচ্ছে চরিত্রহননের। এখনো গণমাধ্যম স্বৈরাচারের দোসর মুক্ত হয় নি। ‘
সোমবার নিজাম উদ্দিনকে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে শোকজ করা হয়েছে। তাকে উত্তর দেবার জন্য ২৪ ঘন্টা সময় দেয়া হয়েছে। এরমধ্যে ভিডিও রেকর্ডকারী রিফাত বিষয়টি স্পষ্ট করে বলেছেন চাঁদাবাজির কোন ঘটনাই ঘটেনি।
জাতীয় নাগরিক পার্টি চট্টগ্রাম মহানগরের আহবায়ক মীর আরশাদ বলেন, ‘ নিয়মতান্ত্রিকভাবে উঠা অভিযোগের বিষয়ে নিজাম উদ্দিনকে শোকজ করা হয়েছে। জাতীয় নাগরিক পার্টির নেতাদের টার্গেট করে চরিত্রহনন বিষয়টি নতুন নয়। ‘
গণতান্ত্রিক ছাত্রশক্তির যুগ্ম সদস্য সচিব ও বৈছাআ’র সাবেক সমন্বয়ক রিজাউর রহমান বলেন, গণঅভ্যুত্থান থেকে উঠে আসা সকল পক্ষ ক্রমশই একে অপরকে শত্রু মনে করছে। মতভেদ থাকা সত্ত্বেও নিজেদের ভ্রাতৃত্বের মধ্যে শত্রুতার বীজ বুনবেন? না সম্প্রীতির বীজ বুনে এগিয়ে যাবেন? প্রতিটি পক্ষ, মত, পথ ও মতাদর্শ। সেই সীদ্ধান্ত নেয়ার সময় এসেছে।শুধুমাত্র নিজের জায়গা থেকে বিবেচনা করলে এই বিধ্বংসী পরিস্থিতি মোকাবেলা করতে পারবেন না। সম্মিলিত প্রচেষ্টা ছাড়া এই অসময় কখনো কাটানো সম্ভব না।’
বিশ্লেষকদের মতে, ছাত্র জনতার গণ অভ্যুত্থানের এক বছরের মধ্যে সম্মুখ যোদ্ধাদের অনৈক্য, বিভাজন সংঘবদ্ধ অপপ্রচারকারীদের কাজ সহজ করে দিচ্ছে। ঐক্যবদ্ধ শিক্ষার্থীদের মধ্যে বিভাজন তৈরির কৌশল আওয়ামী লীগের। এবিষয়ে গণমাধ্যমে বিনিয়োগ করছে পালিয়ে যাওয়া আওয়ামী লীগ -যুবলীগ নেতারা।