25.9 C
Dhaka
Friday, August 22, 2025

লিড নিউজ

চরভদ্রাসনে জন্ম ও মৃত্যু নিবন্ধন বিষয়ক টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত

আরও পড়ুন

চরভদ্রাসন, ফরিদপুর:

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা পরিষদ কন্ফারেন্স রুমে বৃহস্পতিবার দুপুরে জন্ম ও মৃত্যু নিবন্ধন বিষয়ক টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। শিশুর জন্মের পর এক বছরের মধ্যে তার নিবন্ধন কার্যক্রম জোরদার করার লক্ষ্য নিয়ে এ সভার আয়োজন করেন উপজেলা প্রশাসন।

সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মনিরা খাতুন। সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য দেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হাফিজুর রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার খন্দকার মোঃ মাকসুদুর রহমান, সমাজসেবা অফিসার জাহিদ তালুকদার, কৃষি সম্প্রসারন অফিসার শাখাওয়াত হোসেন, ইউপি চেয়ারম্যান মোঃ ইয়াকুব আলী, জাহাঙ্গীর কবির, বদরুজ্জামান মৃধা, সাংবাদিক মোঃ মেজবাহ উদ্দিন ও আব্দুস সবুর কাজল প্রমূখ।

সভায় উপজেলার শতভাগ নবজাতকের জন্ম ও মৃত্যু নিবন্ধন করার উপর জোর দেয়া হয়। এ কার্যক্রম সফল করতে সভায় উপস্থিত সকলকে দায়িত্বশীল ভুমিকা পালন করার জন্য আহবান জানানো হয়। প্রতি মাসে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নবজাতকের তথ্য সংগ্রহ করে স্থানীয় সরকার বিভাগ গ্রামে গ্রামে বা পাড়ায় পাড়ায় ঘুরে জন্ম নিবন্ধনের জন্য তাগিদ দিবেন বলে সভায় সিদ্ধান্ত নেওয়া হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর