25.9 C
Dhaka
Friday, August 22, 2025

লিড নিউজ

সাভারে ছাত্র হত্যার বিচার দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন

আরও পড়ুন

এইচ এম নাসির উদ্দিন, ঝালকাঠি:

সাভারে ছাত্র হত্যা মামলার আসামি ঝালকাঠির রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাহুল চন্দকে গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন করেছে স্থানীয়রা। আজ বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল ১১টায় রাজাপুর উপজেলা চত্বরে “জুলাই যোদ্ধা রাজাপুর উপজেলা” নামের একটি সংগঠনের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। ঘণ্টাব্যাপী চলা এই মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার তিন শতাধিক মানুষ অংশ নেন।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা অবিলম্বে সাভারের ‘জুলাই গণহত্যার’ বিচার কার্যক্রম সম্পন্ন করে দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান।

বক্তারা বলেন, গত ৫ আগস্ট (২০২৪) রাহুল চন্দ সাভারের ইউএনও হিসেবে কর্মরত থাকাকালীন ঢাকা অভিমুখে লংমার্চে পুলিশ তার নির্দেশে গুলি চালায়। এতে সাভার ডেইরি ফার্ম স্কুলের দশম শ্রেণির ছাত্র আলিফ আহমেদ সিয়াম গুলিবিদ্ধ হয়ে নিহত হয়। এই ঘটনায় আলিফ আহম্মেদের বাবা সাভার মডেল থানায় যে মামলাটি দায়ের করেন, তাতে রাহুল চন্দকে ৫ নম্বর আসামি করা হয়েছে।

তারা আরও বলেন, একজন হত্যা মামলার আসামিকে এখনও উপজেলা নির্বাহী কর্মকর্তার মতো গুরুত্বপূর্ণ পদে বহাল রাখা প্রশাসনের জন্য একটি কলঙ্কজনক বিষয়। বক্তারা অবিলম্বে রাহুল চন্দকে তার পদ থেকে অব্যাহতি দিয়ে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানান।

মানববন্ধনে বক্তব্য রাখেন জাকারিয়া সুমন, টুকু মৃধা, মাওলানা বাইজিদ, আব্দুল আলীম, জুলাই মুসা, এবং মোস্তফিজ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর