25.9 C
Dhaka
Friday, August 22, 2025

লিড নিউজ

ভালুকায় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আরও পড়ুন

পুলক শেখ, ভালুকা, ময়মনসিংহ: 

ভালুকা, ময়মনসিংহ, ২০ আগস্ট ২০২৫: বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহের ভালুকায় বুধবার বর্ণাঢ্য আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃষ্টি উপেক্ষা করে নেতাকর্মীরা উৎসাহ-উদ্দীপনায় অংশ নেন।

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে ভালুকা উপজেলায় বুধবার (২০ আগস্ট) সকালে একটি আনন্দ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা বৃষ্টির মধ্যেও শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন এবং কোর্ট ভবন এলাকায় সমাবেশে মিলিত হন।

মিছিলে অংশগ্রহণকারী নেতাকর্মীরা জাতীয় ও দলীয় পতাকা হাতে শ্লোগান দিতে দিতে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় নির্বাহী সংসদের সদস্য ও ভালুকা উপজেলা বিএনপির সদস্য আলহাজ্ব মোস্তাফিজুর রহমান মামুন। তিনি বলেন, “স্বেচ্ছাসেবক দল জন্মলগ্ন থেকেই দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও জনগণের অধিকার রক্ষায় নিবেদিতভাবে কাজ করে আসছে। দেশ ও মানুষের স্বপ্ন পূরণে এই সংগঠনের প্রতিটি কর্মী সবসময় জনগণের পাশে থেকেছে এবং ভবিষ্যতেও দেশপ্রেম ও মানবিক দায়িত্ববোধ থেকে কাজ করে যাবে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভালুকা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আসাদুল্লাহ চৌধুরী ধ্রুব। সঞ্চালনার দায়িত্ব পালন করেন পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবুল বাশার মণ্ডল। এছাড়া উপস্থিত ছিলেন ভালুকা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মুজিবুর রহমান মজু সহ উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সমাবেশে বক্তারা বলেন, স্বেচ্ছাসেবক দল দেশের গণতন্ত্র, মানবাধিকার ও জাতীয়তাবাদী মূল্যবোধ রক্ষায় অঙ্গীকারবদ্ধ। তারা জনগণের ভালোবাসা ও ঐক্যকে সংগঠনের প্রধান শক্তি হিসেবে উল্লেখ করেন। একজন নেতা বলেন, “আমাদের লক্ষ্য দেশের মানুষের অধিকার ও স্বাধীনতা নিশ্চিত করা। আমরা সবসময় জনগণের পাশে আছি।”

নেতাকর্মীরা জানান, এই ধরনের আয়োজন দলের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে এবং আগামী দিনে আরও শক্তিশালীভাবে কাজ করার অনুপ্রেরণা যোগাবে। তারা আশা প্রকাশ করেন, স্বেচ্ছাসেবক দল ভবিষ্যতেও তাদের নীতি ও আদর্শ নিয়ে জনগণের পাশে থাকবে। এই প্রতিষ্ঠাবার্ষিকী আয়োজন ভালুকায় দলীয় কার্যক্রমে নতুন মাত্রা যোগ করবে বলে নেতাকর্মীরা মনে করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর