25.9 C
Dhaka
Friday, August 22, 2025

লিড নিউজ

নাটোরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

আরও পড়ুন

আল আমিন, নাটোর প্রতিনিধি::

নাটোরের লালপুরে লতা খাতুন (২৭) কে হত্যার দায়ে স্বামী সিরাজুল ইসলামকে (৪১) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। এসময় আদালত আসামী সিরাজুল ইসলামকে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ৩ মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করেন।

আজ বুধবার(২০ আগস্ট ) দুপুরে নাটোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-৪ এর বিচারক মো. সোহাগ তালুকদার এ রায় দেন। দন্ডপ্রাপ্ত সিরাজুল ইসলাম লালপুর উপজেলার পুরাতন ঈশ্বরদী পশ্চিমপাড়া গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে।

রায় ঘোষনার সময় অভিযুক্ত সিরাজুল ইসলাম, আদালতে উপস্থিত ছিলেন।

আদালত ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০০৯ সালে লালপুর উপজেলার পুরাতন ঈশ্বরদী পশ্চিমপাড়া গ্রামের সিরাজুল ইসলামের সাথে রামনারায়নপুরের হেলাল উদ্দিনের মেয়ে লতা খাতুনের বিয়ে হয়। বিয়ের পর থেকে পারিবারিক বিভিন্ন বিষয়ে সিরাজুল স্ত্রী লতাকে নির্যাতন করতে থাকে। এরই জেরে ২০২০ সালের ২৭ শে এপ্রিল স্থানীয় জোকাদহ বটতলা এলাকায় লতা খাতুনের মরদেহ পাওয়া যায়। এ ঘটনায় পরদিন লতার বাবা লালপুর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করে। পুলিশ মামলাটি তদন্তের এক পর্যায়ে জানায় লতা খাতুনকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। পরে জামাই সিরাজুল ইসলামকে আসামি করে ওই বছরের ১৩ ডিসেম্বর লালপুর থানায় এজাহার দায়ের করেন লতার বাবা।

এবিষয় নারী ও শিশু নির্যাতন ট্রাইবুনালের পাবলিক প্রসিকউটর আব্দুল কাদের মিয়া বলেন, দীর্ঘ ৪ বছরের শুনানি ও সাক্ষ্য গ্রহণ শেষে আদালত মামলার রায় ঘোষণা করলো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর