মো. ইয়াছিন খান, গোপালগঞ্জ কাশিয়ানী :
‘‘অভয় আশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উদযাপন করা হয়েছে।
সোমবার (১৮ আগস্ট) সকালে মাছের পোনা অবমুক্ত করার মাধ্যমে সপ্তাহের উদ্বোধন করা হয়। এরপর উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলা মৎস্য কর্মকর্তা আনিসুর রহমান প্রধান সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পলাশ কুমার দেবনাথ, যিনি মৎস্য খাতের অবদানের স্বীকৃতিস্বরূপ পুরস্কার বিতরণ করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কাজী ইজাজুল করিম, কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন, কাশিয়ানী সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি মো. লিটন শিকদার, উপজেলা মৎস্য সমিতির সদস্য এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের অর্থনীতি ও পুষ্টি চাহিদা পূরণে দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধির কোনো বিকল্প নেই। এজন্য অভয়াশ্রম গড়ে তোলা ও সচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি।