নাজমুল ফয়েজ টুটুল, হোসেনপুর, কিশোরগঞ্জ:
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর দ্বি-বার্ষিক সম্মেলন উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টায় উপজেলার নতুন বাজার ঈদগাহ মাঠে শুরু হওয়া এ সম্মেলন বিকাল ৪টা পর্যন্ত চলে। সম্মেলনকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসবের আমেজ লক্ষ্য করা গেছে। সকাল থেকেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বর্ণাঢ্য মিছিল নিয়ে সম্মেলনস্থলে সমবেত হন।
হোসেনপুর উপজেলা বিএনপির আহ্বায়ক মো. জহিরুল ইসলাম মবিনের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরীফুল আলম। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির ময়মনসিংহ বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ, কিশোরগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ ভিপি সোহেল, হোসেনপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিকুল কাঞ্চন, মনিরুল হক রাজন, এস এম মাহবুব রহমান, আবু বাকর সিদ্দিক বাক্কার, আবুল হাসিম সবুজ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মানছুরুল হক রবিন, সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক আতাহার আলী মৃধা মাসুদ, সদস্য রতন মিয়াসহ জেলা ও উপজেলা বিএনপির বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
প্রথম অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে শরীফুল আলম বলেন, “হোসেনপুর উপজেলা বিএনপির নেতাকর্মীরা দলের জন্য নিবেদিতপ্রাণ। আগামী কয়েকদিনের মধ্যে কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে সমন্বয় করে একটি শক্তিশালী ও গতিশীল কমিটি গঠন করা হবে, যা দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও জোরদার করবে।” তিনি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং দলীয় কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালনের জন্য সবাইকে উৎসাহিত করেন।
সম্মেলনে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার নেতাকর্মীরা দলের সাংগঠনিক কাঠামো জোরদার করতে বিভিন্ন প্রস্তাব উত্থাপন করেন। সম্মেলন শেষে নেতাকর্মীরা আগামী দিনে দলকে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।