25.9 C
Dhaka
Friday, August 22, 2025

লিড নিউজ

পিরোজপুরে সাবেক ছাত্রলীগ নেতা ও বিশ্ববিদ্যালয় কর্মচারী আটক

আরও পড়ুন

এম এ নকিব নাছরুল্লাহ, পিরোজপুর:

পিরোজপুর, ১৯ আগস্ট ২০২৫: পিরোজপুরে নিষিদ্ধ ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সহ-সম্পাদক ও জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মো. ফাহাদুজ্জামান ওরফে রায়হানকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৯ আগস্ট) সকাল সাড়ে নয়টার দিকে পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে তাকে আটক করা হয়।

আটককৃত মো. ফাহাদুজ্জামান ওরফে রায়হান (৩৫) পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার সিংহখালি গ্রামের মহাসিন জমাদ্দারের ছেলে। তিনি বর্তমানে পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অফিস সহকারী হিসেবে কর্মরত। স্থানীয় সূত্রে জানা গেছে, রায়হান ছাত্রলীগের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন এবং দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়ে কর্মরত ছিলেন।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “সকাল সাড়ে নয়টার দিকে বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে রায়হানকে আটক করা হয়েছে।”

পিরোজপুরের পুলিশ সুপার খান মুহাম্মদ আবু নাসের জানান, “রায়হান নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। ১৫ আগস্টকে কেন্দ্র করে তিনি নাশকতার চেষ্টা করেছিলেন। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর