25.9 C
Dhaka
Friday, August 22, 2025

লিড নিউজ

হয় মাদক ছাড়ো নাহলে ফুলবাড়ী ছাড়ো ওপেন হাউজ ডেতে ওসি আব্দুস ছালাম

আরও পড়ুন

মাইদুল ইসলাম, ফুলবাড়ী, কুড়িগ্রাম:

“বিট পুলিশং বাড়ী বাড়ী- নিরাপদ সমাজ গড়ি ” এই স্লোগানকে সামনে রেখে কুড়িগ্রামের ফুলবাড়ী থানা এলাকায় মাদক, চোরাচালান বিরোধী, বাল্যবিবাহ, নারী নির্যাতন, জুয়া, চুরি ডাকাতি প্রতিরোধ ও আইন শৃঙ্খলা রক্ষা সহ বিভিন্ন বিষয়ে ওপেন হাউজ ডে আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকাল তিনটায় উপজেলার নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদ মাঠে এই আলোচনা সভার আয়োজন করে ফুলবাড়ী থানা পুলিশ। ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ আব্দুস ছালামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার মাহফুজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার মোজাম্মেল হক, উপজেলা বিএনপির সাবেক ছাত্র ও যুব নেতা সামছুজ্জামান হাসু, উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল মালেক, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি লোকমান হোসেন সরকার, ফুলবাড়ী ডিগ্রি কলেজের অধ্যক্ষ আমিনুল ইসলাম রিজু, নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোসাব্বের আলী মুসা প্রমুখ। এসময় সাধারণ মানুষ, শিক্ষার্থী, শিক্ষক, সাংবাদিক সহ নানা শ্রেণী পেষার মানুষ উপস্থিত ছিলেন।

ফুলবাড়ী থানার ওসি আব্দুস ছালাম বলেন হয় মাদক ছাড়ো নাহলে ফুলবাড়ী ছাড়ো। এছাড়া আগামীকাল থেকে ফুলবাড়ীতে মাদক, জুয়া, কেসিনো বিরোধী অভিযানে জিরো টলারেন্স ঘোষণা করেন তিনি।

আগামীকাল থেকে সাত দিনের মধ্যে মাদকের সমস্ত স্পোর্ট বন্ধ করার নির্দেশ দিলেন পুলিশ সুপার মাহফুজুর রহমান। সম্প্রতি পুলিশ কনস্টেবল নিয়োগ নিয়ে তিনি বলেন কোন দালালের চক্রান্তে কোথাও কোন টাকা কেউ দিবেন না। পুলিশের চাকরি নিয়ে কোন টাকা লাগে না। আমরা নীতিতে অটল থাকবো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর