সোহেল রানা, যশোর:
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে অস্বচ্ছল পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে জেলা বিএনপি কার্যালয়ের সামনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, “গণতান্ত্রিক অভিযাত্রা ব্যাহত করার জন্য নানা মহল থেকে ষড়যন্ত্র চলছে। তবে কোনভাবেই আমরা এই ষড়যন্ত্র সফল হতে দেব না। রক্তের সাগর পাড়ি দিয়ে গণতন্ত্রের প্রথম ধাপ অতিক্রম করেছি। এখন জনগণের রায়ের ভিত্তিতেই দেশের আগামী নেতৃত্ব নির্ধারিত হবে।”
নার্গিস বেগম আরও বলেন, বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না, করে জনগণের কল্যাণে। অতীতে দমন-পীড়নের মধ্যেও বিএনপির নেতাকর্মীরা জনগণের অধিকার রক্ষার আন্দোলনে জীবন উৎসর্গ করেছেন। তিনি বলেন, “দেশের মালিক জনগণ। অবাধ, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের মতামত প্রতিফলিত করতে হবে। সেই লক্ষ্যে আমাদের সবাইকে সজাগ থাকতে হবে এবং যে কোন ষড়যন্ত্র প্রতিহত করতে হবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন। সভাপতিত্ব করেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সাল। জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাজিদুর রহমান সাগরের সঞ্চালনায় আয়োজিত এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম, মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু, সাবেক আহ্বায়ক কমিটির সদস্য গোলাম রেজা দুলু, সিরাজুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, জেলা যুবদলের সদস্য সচিব আনছারুল হক রানা এবং স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলী হায়দার রানা প্রমুখ।
অনুষ্ঠানে অস্বচ্ছল ৬০টি পরিবারের মাঝে এক বস্তা করে চাল বিতরণ করা হয়।