25.9 C
Dhaka
Friday, August 22, 2025

লিড নিউজ

ঝালকাঠিতে ‘ক্যাপ্টেন প্ল্যানেট’র উদ্যোগে ৬০০ গাছের চারা বিতরণ

আরও পড়ুন

এইচ এম নাসির উদ্দিন, ঝালকাঠি:

ঝালকাঠি, ১৯ আগস্ট ২০২৫: ‘গাছ উপহার দেওয়ার মাধ্যমে পরিবেশ রক্ষা’—এই শ্লোগানকে সামনে রেখে ঝালকাঠিতে ‘ক্যাপ্টেন প্ল্যানেট’ নামে একটি সংগঠন ৬০০টির বেশি ফলদ ও বনজ গাছের চারা বিতরণ করেছে। পরিবেশ সংরক্ষণ এবং ফলদ গাছের সংখ্যা বৃদ্ধির লক্ষ্যে প্রতি বছরের ন্যায় এবারও এই উদ্যোগ গ্রহণ করা হয়।

মঙ্গলবার দুপুরে ঝালকাঠি সদর উপজেলার পরমহল গ্রামের তালুকদার বাড়ি এলাকায় এই চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। স্থানীয় মসজিদ, মাদ্রাসা, বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান এবং শিক্ষার্থীদের মাঝে এসব গাছের চারা বিতরণ করেন ‘ক্যাপ্টেন প্ল্যানেট’র প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, বিশিষ্ট ব্যবসায়ী এবং সমাজসেবক মো. শামসুল হক মনু।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তি আবদুল রাজ্জাক তালুকদার, মো. শামছুল কবির তালুকদার, মো. মাঈনুল তালুকদার, ফোরকান তালুকদার এবং শিক্ষক মো. বেলায়েত হোসেনসহ আরও অনেকে।

মো. শামসুল হক মনু বলেন, “গাছ লাগানো একটি সদকায়ে জারিয়া। আমি যতদিন বেঁচে থাকব, ততদিন এই বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত রাখব। একসময় এই গ্রামে ফলদ গাছের প্রাচুর্য ছিল, কিন্তু এখন তা অনেক কমে গেছে। পরিবেশ ও ভবিষ্যৎ প্রজন্মের কথা বিবেচনা করে আমি প্রতি বছর গাছের চারা বিতরণ ও রোপণের কাজ করে যাচ্ছি। এটি আমার এ বছরের প্রথম বৃক্ষরোপণ কর্মসূচি, এবং এটি চলমান থাকবে।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর