25.9 C
Dhaka
Friday, August 22, 2025

লিড নিউজ

ঝালকাঠিতে ব্যবসায়ীদের সঙ্গে বিএনপির মতবিনিময়: ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টির প্রতিশ্রুতি

আরও পড়ুন

এইচ এম নাসির উদ্দিন, ঝালকাঠি:

ঝালকাঠি, ১৯ জুলাই ২০২৫: ঝালকাঠিতে ব্যবসায়ীদের সঙ্গে এক মতবিনিময় সভায় বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ডা. জিয়াউদ্দিন হায়দার বলেছেন, বিএনপি ক্ষমতায় এলে দেশে ব্যবসাবান্ধব পরিবেশ গড়ে তোলা হবে। এর মাধ্যমে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করা সম্ভব হবে। মঙ্গলবার সকাল ১১টায় শহরের একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত এই সভায় তিনি এই প্রতিশ্রুতি দেন।

ঝালকাঠি চেম্বার অব কমার্সের সভাপতি ফেরদৌস আহমেদ টিটুর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদৎ হোসেন, ব্যবসায়ী নেতা আনিসুর রহমান তাপু, টিপু সুলতানসহ অনেকে বক্তব্য রাখেন। সভায় জেলার বিভিন্ন স্তরের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে ডা. জিয়াউদ্দিন হায়দার বলেন, “বিএনপি ব্যবসায়ীদের সমস্যা ও প্রত্যাশার কথা গুরুত্ব দিয়ে শুনতে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা তাদের পাশে থাকতে চাই। ব্যবসাবান্ধব নীতি প্রণয়নের মাধ্যমে দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করা সম্ভব।” তিনি আরও জানান, প্রয়োজনভিত্তিক শিক্ষা ব্যবস্থা প্রবর্তনের মাধ্যমে দক্ষ মানবসম্পদ গড়ে তোলা হবে, যা দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা উল্লেখ করে বলেন, “ঝালকাঠিতে চাঁদাবাজির কোনো স্থান হবে না। এই অপরাধ দমনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।” সভায় উপস্থিত ব্যবসায়ীরা তাদের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা তুলে ধরেন এবং বিএনপির এই উদ্যোগকে সাধুবাদ জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর