25.9 C
Dhaka
Friday, August 22, 2025

লিড নিউজ

বিএনপি নেতা আসলাম চৌধুরী ও স্ত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক ::

ঋণখেলাপির মামলায় বিএনপি নেতা মো. আসলাম চৌধুরী ও তাঁর স্ত্রী নাজনীন মাওলা চৌধুরীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

সোমবার (১৮ আগস্ট) দুপুরে চট্টগ্রামের অর্থঋণ আদালত-১-এর বিচারক মো. হেলাল উদ্দীন এ আদেশ দিলেও মঙ্গলবার (১৯ আগস্ট) জানাজানি হয়।

মামলার নথি থেকে জানা যায়, স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড পাহাড়তলী থানার শাখা থেকে নেওয়া ঋণ পরিশোধ না করায় এ আদেশ দেওয়া হয়।

ব্যাংকের কাছে থাকা বন্ধকি সম্পদ নিলামে তোলার চেষ্টা করেও বিক্রি সম্ভব হয়নি। ফলে ব্যাংকের আবেদনের প্রেক্ষিতে আদালত আসলাম চৌধুরী ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

ঋণের মোট পরিমাণ ২৬০ কোটি ৭৭ লাখ ৭৯ হাজার টাকা।

এদিকে গত বছর জুলাই গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর কারাগার থেকে জামিনে মুক্তি পান আসলাম চৌধুরী।

এর আগে বিভিন্ন সময়ে তাঁর বিরুদ্ধে মোট ৭৬টি মামলা হয়। ২০১৬ সালের ১৫ মে রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে নেওয়া হয়। একই বছরের ২৬ মে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে গুলশান থানায় তাঁর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর