বিপ্লব তালুকদার, খাগড়াছড়ি প্রতিনিধি::
খাগড়াছড়ি ছড়ার সেতুর নিচ থেকে এক নব জাতকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে খাগড়াছড়ি পৌরসভার গেইট সংলগ্ন খাগড়াছড়ি ছড়ার সেতুর নিচ থেকে বিস্কুটের কাটনে রাখা অবস্থায় নব জাতকের মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
স্থানীয়রা জানান শহরের পৌরসভার সংলগ্ন সেতুটির নিচে একটি বিস্কুটরে কাটনে ভিতরে একটি নব জাতককে দেখতে পেলে পুলিশকে খবর দেন পরে পুলিশ এসে নব জাতকটির মৃতদেহ উদ্ধার করে।
তবে কে বা কাহারা এটি ফেলে রেখে চলে গেনে তা জানা য়ায়নি।খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বাতেন মৃধা বলেন খবর পেয়ে সেতুর নিচ থেকে নবজাতকের মৃত দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।#