25.9 C
Dhaka
Friday, August 22, 2025

লিড নিউজ

ভিমরুলের কামড়ে শেরপুর ভিক্টোরিয়া স্কুলের ১৬ শিক্ষার্থী আহত

আরও পড়ুন

আল-আমিন, শেরপুর:

শেরপুর সরকারি ভিক্টোরিয়া স্কুলে ১৮ আগস্ট দুপুরে ভিমরুলের কামড়ে কমপক্ষে ১৬ শিক্ষার্থী আহত হয়েছেন। বিদ্যালয়ের নতুন ভবনের তৃতীয় তলায় পঞ্চম শ্রেণির ক্লাস চলাকালে হঠাৎ একঝাঁক ভিমরুল তাদের আক্রমণ করে। এতে শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। আহতদের মধ্যে পাঁচজন শেরপুর জেলা সদর হাসপাতালে ভর্তি রয়েছেন, তাদের অবস্থা বর্তমানে স্থিতিশীল।

বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুস সালাম জানান, যারা অল্প আহত হয়েছে তারা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছে। স্কুল কর্তৃপক্ষ আহতদের সমস্ত চিকিৎসার দায়িত্ব গ্রহণ করবে। স্থানীয়রা বলছেন, পূর্বেও ভিমরুলের সমস্যা শিক্ষকদের জানানো হয়েছিল, কিন্তু ব্যবস্থা নেওয়া হয়নি। প্রধান শিক্ষক আনীছা বেগম ফোন রিসিভ করেননি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর