26.2 C
Dhaka
Saturday, August 23, 2025

লিড নিউজ

সাব-এরিয়ায় জেলা প্রশাসনের অভিযান, ২৫ হাজার টাকা জরিমানা আদায়

আরও পড়ুন

তানভীর আহমেদ

চট্টগ্রামের কোতোয়ালি থানাধীন ব্যস্ততম আন্দরকিল্লার সংলগ্ন সাব-এরিয়া এলাকায় অভিযান পরিচালনা করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন ।
চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইসরাফিল জাহানের নেতৃত্বে আজ বুধবার (২০ জুলাই) বিকেলে পরিচালিত এই অভিযানে জন চলাচলের বিঘ্ন ঘটিয়ে ফুটপাতের উপর মাছের বাজার বসানো , যত্রতত্র পশু জবাই, লাইসেন্স বিহীন মাংসের দোকান পরিচালনা এবং পরিবেশ দূষণ সহ মূল্য তালিকা না টানানোর অভিযোগে ৬ টি দোকানের স্বত্বাধিকারীদের ২৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং তৎখনাৎ আদায় করা হয়।

এই ব্যাপারে জানতে চাইলে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইসরাফিল জাহান বলেন, ” চট্টগ্রামের গুরুত্বপূর্ণ আন্দরকিল্লা সংলগ্ন সাব-এরিয়া এলাকায় অভিযান পরিচালনা করে পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন-২০১১ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন -২০০৯ লঙ্ঘনের দায়ে ৬টি দোকানের স্বত্বাধিকারীদের ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে জেলা প্রশাসনের উদ্যোগে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে ” ।

অভিযান চলাকালে স্থানীয় উৎসুক জনতা ভিড় করে এবং জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এই ধরনের অভিযানকে তারা সাধুবাদ জানাই।

অভিযান চলাকালে উপস্থিত স্থানীয় বাসিন্দা মুসলিম আলী জনি বলেন , ” সাব- এরিয়া এলাকায় বসবাসকারী জনগণের বিষফোঁড়া এই অবৈধ কাঁচা বাজারের কারনে দুর্ভোগ পোহাতে হচ্ছে আজ এক দশকেরও বেশি সময় যাবৎ। যত্রতত্র পশু জবাই, ফুটপাত এবং রাস্তা দখল করে বাজার বসানো , মূল্য তালিকার না থাকা এবং পশু জবাই এর বর্জ্য যেখানে সেখানে ফেলে পরিবেশ দূষণ করে আসছে একশ্রেণীর ব্যবসায়ীরা । বহুবার বলার পরও তাদের বোধদয় হয় নি। জেলা প্রশাসনের এই অভিযানের ফলে তাদের আত্মশুদ্ধি হবে এবং এই আলোকে তারা বাজার পরিচালনা করবে বলে আশা প্রকাশ করছি এবং জেলা প্রশাসনের প্রতি অনুরোধ জানাচ্ছি এই ধরনের অভিযান যেন অব্যাহত থাকে “।

উল্লেখ্য , ২০০৯ সালের এপ্রিল মাসে সদ্য সাবেক এক কাউন্সিলরের পৃষ্ঠপোষকতায় সাব-এরিয়া এলাকায় ফুটপাত ও রাস্তা দখল করে কাঁচাবাজার গড়ে উঠে। কথিত আছে এই বাজার থেকে দিনে লক্ষাধিক টাকা চাঁদা হিসেবে আদায় হয় ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর