স্বপন রবি দাশ হবিগঞ্জ::
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বহুল প্রতীক্ষিত ডাকসু ও হল সংসদ নির্বাচন ঘিরে পুরো ক্যাম্পাসে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। এবারের নির্বাচনে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল থেকে সহ-সভাপতি (ভি.পি.) পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিচ্ছেন বিশ্বধর্ম ও সংস্কৃতি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তাসনিম আক্তার আলিফ নাবিলা।
নাবিলা হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার ১৩নং পানিউমদা ইউনিয়নের বড়গাঁও গ্রামের প্রয়াত মোঃ আক্তার হোসেনের কন্যা। শিক্ষাজীবনে সক্রিয়ভাবে নানা সামাজিক ও সাংগঠনিক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন তিনি।
প্রার্থীতা ঘোষণা করে নাবিলা বলেন, “ডাকসু ও হল সংসদ নির্বাচনকে যদি দেশের অন্যতম গুরুত্বপূর্ণ রাজনীতির ক্ষেত্র হিসেবে বিবেচনা করা হয়, তাহলে আমার রাজনীতি হবে শিক্ষার্থীদের ন্যায্য ও যৌক্তিক দাবি আদায়ের রাজনীতি। ছোটবেলার স্বপ্ন ও দীর্ঘদিনের আকাঙ্ক্ষা থেকেই আমি এ নির্বাচনে প্রার্থী হয়েছি।”
নাবিলা তার নির্বাচনী পরিকল্পনার বিষয়ে বলেন, “বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে প্রশাসন ও শিক্ষার্থীদের মাঝে একটি কার্যকর সেতুবন্ধন তৈরি করাই আমার অন্যতম অঙ্গীকার। স্যানিটেশন সমস্যা, আবাসন সংকট, অস্বাস্থ্যকর খাবার ও যাতায়াত সমস্যার সমাধানে আমি বাস্তবমুখী পদক্ষেপ গ্রহণ করতে চাই। আমি শুধু প্রতিশ্রুতি দিতে আসিনি, বরং একটি সুপরিকল্পিত রোডম্যাপ নিয়েই নির্বাচন করছি।”
আবাসিক ও অনাবাসিক উভয় শিক্ষার্থীর প্রতিনিধিত্ব করার অঙ্গীকার ব্যক্ত করে তিনি আরও বলেন, “শুধু সমস্যার কথা বলা নয়, বরং তা সমাধানের পথ খুঁজে বের করাই হবে আমার নেতৃত্বের মূল লক্ষ্য। আপনাদের মূল্যবান ভোট ও সমর্থনই হবে আমার সবচেয়ে বড় শক্তি।”
নির্বাচনে শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ কামনা করে নাবিলা বলেন, “আমার চোখে ধরা পড়া সমস্যাগুলোই সব নয়। আপনাদের অভিজ্ঞতা ও মতামতও আমার কাছে সমান গুরুত্বপূর্ণ। আমি আপনাদের কথা শুনতে চাই, আপনাদের সবার স্বার্থে কাজ করতে চাই।”
ঢাবি ডাকসু নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী নবীগঞ্জের নাবিলা
