26 C
Dhaka
Saturday, August 23, 2025

লিড নিউজ

‎নবীগঞ্জে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার, প্রাথমিকভাবে হত্যার আশঙ্কা

আরও পড়ুন

স্বপন রবি দাশ, হবিগঞ্জ প্রতিনিধি::

‎হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নে একটি ব্রিজের নিচ থেকে জাবেদ মিয়া (২৮) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২২ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে বনগাঁও ও পিঠুয়া গ্রামের মধ্যবর্তী স্থানে একটি ব্রিজের নিচে ভাসমান অবস্থায় তার মরদেহ পাওয়া যায়।

‎নিহত জাবেদ মিয়া নবীগঞ্জ উপজেলার বনগাঁও গ্রামের বাসিন্দা এবং মো. আতিক মিয়ার ছেলে।

‎পরিবার সূত্রে জানা যায়, গত বুধবার সন্ধ্যা ৭টার দিকে জাবেদের মোবাইলে একটি অজানা নম্বর থেকে কল আসে। কল রিসিভ করার পর তিনি বাড়ি থেকে বের হন এবং এরপর থেকে নিখোঁজ ছিলেন। আত্মীয়-স্বজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। অবশেষে শুক্রবার সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।


‎ঘটনাস্থলে গিয়ে নবীগঞ্জ থানার ওসি (তদন্ত) দুলাল মিয়া, এসআই রিপনসহ পুলিশ সদস্যরা লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন এবং পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়।

‎নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. কামরুজ্জামান জানান, “প্রাথমিকভাবে এটি একটি হত্যাকাণ্ড বলেই ধারণা করা হচ্ছে। মরদেহে কিছু চিহ্ন রয়েছে, যা তদন্তে সহায়ক হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর