26 C
Dhaka
Saturday, August 23, 2025

লিড নিউজ

এনসিপির ব্যানারে সাবেক ছাত্রদল নেতার বাবার ছবি : প্রতিবাদে সংবাদ সম্মেলন

আরও পড়ুন

এম এ নকিব নাছরুল্লাহ্, পিরোজপুর:

​পিরোজপুরে একটি রাজনৈতিক দলের ব্যানারে নিজের ছবি ব্যবহার করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন জেলা বিএনপির সমর্থক মোঃ আসলাম শেখ। তার দাবি, একটি কুচক্রী মহল তার এবং তার পরিবারের রাজনৈতিক ভাবমূর্তি নষ্ট করার জন্য এই ষড়যন্ত্র করেছে। আজ শুক্রবার (২২ আগস্ট) রাতে পিরোজপুর প্রেসক্লাবের মিলনায়তনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

​লিখিত বক্তব্যে আসলাম শেখ বলেন, তিনি ছাত্রজীবন থেকেই বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। তার পরিবারের অন্য সদস্যরাও জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী। তার স্ত্রী জাকিয়া আসলাম জেলা মহিলা দলের সাবেক সভাপতি, ছেলে বদিউজ্জামান শেখ রুবেল ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এবং মেয়ে জেলা ছাত্রদলের সহ-সম্পাদক ছিলেন।

​তিনি অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে অসুস্থ থাকায় তিনি রাজনীতিতে সক্রিয় না থাকলেও একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে ন্যাশনালিস্ট সিটিজেন পার্টি (এনসিপি) নামের একটি দলের ব্যানারে তার ছবি ব্যবহার করেছে। তিনি জানান, ইতিমধ্যে সেসব ব্যানার-ফেস্টুন অপসারণ করা হয়েছে।

​সংবাদ সম্মেলনে আসলাম শেখ স্পষ্ট করে বলেন, “আমি কখনোই এনসিপি নামক দলের সাথে যুক্ত ছিলাম না এবং আজীবন বিএনপির সঙ্গেই থাকবো।” তিনি আরও জানান, রাজনৈতিক কারণে তার পরিবার বারবার হয়রানির শিকার হয়েছে।

​এই সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি তার ও তার পরিবারের বিরুদ্ধে আনা ষড়যন্ত্রের বিষয়টি সবার কাছে পরিষ্কার করতে চেয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর