26.2 C
Dhaka
Saturday, August 23, 2025

লিড নিউজ

কাশিয়ানীতে ২১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

আরও পড়ুন

মো: ইয়াছিন খান

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া এলাকায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর অভিযানে প্রায় ২১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে এ অভিযান চালানো হয়।

র‌্যাব-১০, ফরিদপুর ক্যাম্প সূত্রে জানা যায়, স্কোয়াড্রন লিডার মো. তরিকুল ইসলামের নেতৃত্বে একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা থেকে পিরোজপুরগামী দোলা পরিবহনের একটি যাত্রীবাহী বাসকে অনুসরণ করে। পরে বাসটি ভাটিয়াপাড়া মোড়ে পৌঁছালে সেটি থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় যাত্রী মনির (৫৫) ও ওয়াসিম সিদ্দিকী (৪৮)-এর কাছ থেকে ২০ কেজি ৮০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

আটক মনির ও ওয়াসিম সিদ্দিকী— দু’জনেরই বাড়ি ঢাকায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় মাদক সরবরাহের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। র‌্যাব জানিয়েছে, তারা কৌশলে যাত্রীবাহী বাসে সাধারণ যাত্রী সেজে মাদক পরিবহন করে আসছিলেন।

র‌্যাব কর্মকর্তা মো. তরিকুল ইসলাম বলেন, “মাদকের বিরুদ্ধে র‌্যাবের জিরো টলারেন্স নীতি রয়েছে। সমাজ থেকে মাদকের ভয়াল ছোবল দূর করতে আমাদের অভিযান অব্যাহত থাকবে। আটক আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

স্থানীয় সূত্র জানায়, ঢাকা-খুলনা মহাসড়কের ভাটিয়াপাড়া মোড় দীর্ঘদিন ধরে মাদক পরিবহনের একটি রুট হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। নিয়মিত তল্লাশি ও নজরদারি না থাকায় এই মহাসড়ককে কাজে লাগাচ্ছে মাদকচক্র।

আটক দুজনকে ভাটিয়াপাড়া র‌্যাব-৬ ক্যাম্পে নেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে কাশিয়ানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর