26.2 C
Dhaka
Saturday, August 23, 2025

লিড নিউজ

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস অনুমোদনে শাহজাদপুরে আনন্দ মিছিল

আরও পড়ুন

জলিলুর রহমান জনি, সিরাজগঞ্জ:

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের জন্য ৫১৯ কোটি ১৫ লাখ টাকার প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এ উপলক্ষে মঙ্গলবার (১৯ আগস্ট) সকালে সিরাজগঞ্জের শাহজাদপুরে আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

‘শাহজাদপুর সচেতন নাগরিক ফোরাম’-এর উদ্যোগে আয়োজিত মিছিলটি প্রগতি মোড় থেকে শুরু হয়ে পৌরসদরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। মিছিল শেষে প্রেসক্লাব চত্বরে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য দেন ফোরামের আহ্বায়ক সাংবাদিক হুমায়ন মির্জা, উপদেষ্টা ফরহাদ হোসেন, আবু জাফর, আ: মোমিনসহ স্থানীয় বিশিষ্টজনেরা। বক্তারা বলেন, রবীন্দ্রনাথ ঠাকুরের জমিদারির অংশ বুড়ি পোতাজিয়ার ১০০ একর জমিতে স্থায়ী ক্যাম্পাস নির্মাণের অনুমোদন শাহজাদপুরের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করেছে। তাঁরা দ্রুত নির্মাণকাজ শুরু করার দাবি জানান।

প্রসঙ্গত, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস অনুমোদনের দাবিতে গত ২৬ জুলাই শিক্ষার্থীরা আন্দোলন শুরু করে। টানা ২৩ দিন আন্দোলনের পর একনেক সভায় এ প্রকল্প অনুমোদন দেওয়া হয়। স্থানীয়দের প্রত্যাশা, নতুন এই ক্যাম্পাস আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন শিক্ষা পরিবেশ গড়ে তুলবে এবং শাহজাদপুরকে উচ্চশিক্ষার নতুন কেন্দ্রে পরিণত করবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর