26.2 C
Dhaka
Saturday, August 23, 2025

লিড নিউজ

পিরোজপুরে দুর্নীতি বিরোধী বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা সম্পন্ন

আরও পড়ুন

এম এ নকিব নাছরুল্লাহ্, পিরোজপুর:

পিরোজপুরে দুর্নীতি বিরোধী স্কুল বিতর্ক, রচনা ও শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা সপ্তাহ সম্পন্ন হয়েছে। দুর্নীতি দমন কমিশনের সহযোগিতায় জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে মঙ্গলবার (১৯ আগস্ট) সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে চূড়ান্ত পর্ব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

পরিষদের ‘শহীদ ওমর ফারুক’ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান।

প্রতিযোগিতার প্রথম ধাপ শুরু হয় গত ১৪ আগস্ট জেলা শিশু একাডেমিতে চিত্রাঙ্কন কর্মসূচির মাধ্যমে। একইসঙ্গে শিক্ষার্থীদের অংশগ্রহণে দুর্নীতি বিরোধী রচনা প্রতিযোগিতাও আয়োজন করা হয়। এরপর ১৮ ও ১৯ আগস্ট সদর উপজেলার ‘শহীদ ওমর ফারুক’ মিলনায়তনে অনুষ্ঠিত হয় দুই দিনব্যাপী স্কুল বিতর্ক প্রতিযোগিতা।

সদর উপজেলার ৬টি বিদ্যালয়ের ১২টি দল বিতর্কে অংশ নেয়। উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রশীদ। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে ছিল—পিরোজপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, টাউন উচ্চ বিদ্যালয়, করিমুন্নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয়, হুলারহাট উচ্চ বিদ্যালয় ও শংকরপাশা জি. হায়দার মাধ্যমিক বিদ্যালয়। প্রতিযোগিতায় সরকারি বালক উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন এবং সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় রানার্সআপ হয়।

বিতর্ক প্রতিযোগিতায় বিচারক ছিলেন সাবেক উপাধ্যক্ষ মো. লুৎফর রহমান, সাবেক সহকারী অধ্যাপক মো. শাহ আলম শেখ ও কৃষিবিদ জগৎ প্রিয় দাস বিশু। মডারেটরের দায়িত্ব পালন করেন দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক খালেদা আক্তার হেনা ও সদস্য মেহেদী হাসান।

রচনা প্রতিযোগিতায় বিচারক ছিলেন দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি হোসনে আরা জেসমিন ও সদস্য মাওলানা আব্দুল মতিন।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মুনিরুজ্জামান নাসিম আলী। এসময় বক্তব্য রাখেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান, বিশেষ অতিথি দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক মো. আমিরুল ইসলাম ও জেলা শিক্ষা অফিসার মো. ইদ্রিস আলী আযিযী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর