এম এ নকিব নাছরুল্লাহ্, পিরোজপুর:
পিরোজপুর সদর উপজেলা ও পৌর জিয়া মঞ্চের উদ্যোগে বৃহস্পতিবার (২১ আগস্ট) এক কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। শহরের রাজারহাট চাইনিজ প্যালেস রেস্টুরেন্টে বিকেল সাড়ে ৫টায় এই সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে সদর ও পৌর ইউনিটের নতুন আংশিক কমিটি ঘোষণা করা হয়।
জেলা জিয়া মঞ্চের যুগ্ম আহ্বায়ক মাইনুল ইসলাম মামুনের সঞ্চালনায় এবং যুগ্ম আহ্বায়ক মাসুদ শিকদার রানার সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সালেহ আহমেদ কাঞ্চন। সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা শাখার আহ্বায়ক মো. আরিফুর রহমান রুবেল।
বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা শাখার সদস্য সচিব আব্দুর রহিম শেখ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান শেখ, যুগ্ম আহ্বায়ক মাসুদ শেখ, সায়েম সরদার, পিরোজপুর জেলা মহিলা দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এবং পিরোজপুর জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মো. আলাউদ্দিন হাওলাদার। এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা জিয়া মঞ্চের যুগ্ম আহ্বায়ক বাহাদুর মল্লিক, ইরান শিকদার, জাহিদ হোসেন, মো. মাহবুব রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সভার কার্যক্রম শুরু হয়। সভার শুরুতে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
কর্মী সভা শেষে পিরোজপুর সদর ও পৌর জিয়া মঞ্চের আংশিক কমিটি ঘোষণা করা হয়। পৌর ইউনিটে মো. মাইনুল ইসলাম মামুনকে আহ্বায়ক এবং মো. মাহবুবুর রহমানকে সদস্য সচিব হিসেবে মনোনীত করা হয়েছে। অন্যদিকে, সদর উপজেলা ইউনিটে মাসুদ শিকদার রানাকে আহ্বায়ক এবং বাহাদুর মল্লিককে এক নম্বর সদস্য হিসেবে নির্বাচিত করা হয়েছে। নতুন এই দুই ইউনিটকে আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে জেলা কমিটির কাছে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।