25.2 C
Dhaka
Friday, August 22, 2025

লিড নিউজ

নবীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে গাঁজা ও সরঞ্জামসহ দুই মাদক ব্যবসায়ী আটক

আরও পড়ুন

স্বপন রবি দাশ, হবিগঞ্জ প্রতিনিধি::

‎হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে গাঁজা ও মাদক সরঞ্জামসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। মঙ্গলবার (১৯ আগস্ট) রাত ১১টা থেকে বুধবার (২০ আগস্ট) সকাল সাড়ে ৭টা পর্যন্ত বানিয়াচং সেনা ক্যাম্পের মেজর কাজী ফয়সালের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

‎আটক ব্যক্তিরা হলেন- আউশকান্দি ইউনিয়নের চৈতন্য জালালপুর গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে বুরহান উদ্দিন শেখ (৭০) এবং একই ইউনিয়নের মহাসড়কের পাশের ভূমিহীন পাড়ার মৃত রফিক উদ্দিনের ছেলে মোশাহিদ উদ্দিন মশন (৬৫)।

‎স্থানীয় সূত্রে জানা গেছে, আটক দুই ব্যক্তি দীর্ঘদিন ধরে গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্য বিক্রির সঙ্গে জড়িত ছিলেন। তারা একটি মাদক সিন্ডিকেট গড়ে তুলে সিএনজি ও অটোরিকশা চালক, চানাচুর বিক্রেতা এবং চায়ের দোকানীদের মাধ্যমে খুচরা ও পাইকারি মাদক ব্যবসা পরিচালনা করতেন। এতে এলাকায় তরুণ ও শিক্ষার্থীদের মধ্যে মাদকাসক্তি ভয়াবহভাবে বেড়ে যায় বলে অভিযোগ রয়েছে।

‎অভিযানকালে তাদের কাছ থেকে ৯০০ গ্রাম গাঁজা, ১৫টি কলকি এবং বিভিন্ন ধরনের ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। অভিযান শেষে আটককৃতদের নবীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।

‎নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. কামরুজ্জামান জানান, আটক দুই ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।



LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর