কিশোরগঞ্জ জেলা অষ্টগ্রাম উপজেলার সদর ইউনিয়নের আলম দিঘীর পাড়ে মরহুম আশেকে রাসূল বাবুল মিয়ার নিজ বাড়ি আশেকে রাসূল (স:) মঞ্জিলে আখেরি চাহার শোম্বা উদযাপন উপলক্ষে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়ে ইসলামী ভাবগম্ভীর পরিবেশে প্রিয় নবী করীম (সাঃ)-এর স্মরণে দোয়া ও মোনাজাত করেন।
ইসলামী ইতিহাস অনুযায়ী আখেরি চাহার শোম্বা হলো সফর মাসের শেষ বুধবার, যখন হযরত নবি করীম (সাঃ) সাময়িকভাবে অসুস্থ থেকে সুস্থ হন এবং শেষবারের মতো নামাজে ইমামতি করেন। সাহাবায়ে কেরাম নবীর রোগমুক্তি উপলক্ষে আনন্দ-উল্লাসে ভরে ওঠেন এবং দান-খয়রাত ও শুকরিয়া নামাজ আদায় করেন। এ দিনটি মুসলমানদের কাছে ‘শুকরিয়া দিবস’ হিসেবে পরিচিত।
বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলে অংশগ্রহণকারীরা নবীর স্মৃতিতে দোয়া করেন এবং বিভিন্ন নেক আমল ও দান খয়রাতের মাধ্যমে দিনটি স্মরণীয় করে রাখেন। এ দিনটি সরকারি শিক্ষা প্রতিষ্ঠান ও অফিস-আদালতে ঐচ্ছিকভাবে ছুটি হিসেবে পালন করা হয়।
অষ্টগ্রামের এই অনুষ্ঠানটি আখেরি চাহার শোম্বার ঐতিহ্যকে বর্তমান প্রজন্মের কাছে জীবন্ত রাখার একটি প্রচেষ্টা হিসেবে গুরুত্ব বহন করছে।