25.4 C
Dhaka
Friday, August 22, 2025

লিড নিউজ

নীলফামারীতে নীলসাগর গ্রুপের ডোর টু ডোর প্রকল্পে পুরস্কার বিতরণ

আরও পড়ুন

সেলিম রেজা, নীলফামারী:

নীলফামারীতে বুধবার (২০ আগস্ট) নীলসাগর গ্রুপের নীলসাগর কনজ্যুমার প্রোডাক্টসে লি:মি:ডোর টু ডোর প্রকল্পের পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের আয়োজন করা হয় নীলসাগর পরিবহন বিভাগের চত্বরে, যেখানে আলোচনা সভা ও পুরস্কার বিতরণের মাধ্যমে প্রকল্পের সাফল্য উদযাপন করা হয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডোর টু ডোর প্রকল্পের ইনচার্জ মো: আওরঙ্গজেব (সুজন)। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা জজকোর্টের জিপি এডভোকেট আবু মো: সোয়েম। এছাড়া নীলসাগর গ্রুপের পরিচালক আবু সালেহ মো: সোহেল রানা, মো: আব্দুল আজিজ, চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আহসান হাবিব লেলিনের প্রতিনিধি মাসুম শাহরিয়ার, সি ই ও রাকেশ দত্ত, মানবসম্পদ ও প্রশাসন বিভাগের ব্যবস্থাপক নুর এ আলম ছিদ্দিক, নীলসাগর কনজ্যুমার হেড অফ সেলস মো: ওমর ফারুক, চীপ মনিটরিং অফিসার রবিউল ইসলাম লিটনসহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে নীলসাগর কনজ্যুমারের বিভিন্ন শ্রেণির পুরস্কার বিতরণ করা হয়। এর মধ্যে ছিল—বেস্ট পারফরম্যান্স, বেস্ট টীম লিডার, ঈদুল আজহা উপলক্ষে ধামাকা অফারের বেস্ট সেলার, বেস্ট ডেলিভারি সেলস রিপ্রেজেন্টেটিভ, বেস্ট পারফরমার অব দ্যা প্রোগ্রাম, বেস্ট ইমার্জিং টিম লিডার, আউটস্ট্যান্ডিং পারফরমার ও টেরিটোরি বেস্ট পারফরমার।

আলোচনা সভায় বক্তারা বলেন, নীলসাগর কনজ্যুমার প্রোডাক্টস মান ও মূল্যে সাশ্রয়ী, তাই নীলফামারীর মানুষকে এগুলো ব্যবহার করা উচিত। তারা আশা প্রকাশ করেন যে, নীলসাগর গ্রুপের পণ্য দেশ ও বিদেশে সুনাম অর্জন করবে। অনুষ্ঠানের সমাপ্তিতে র‍্যাফেল ড্র অনুষ্ঠিত হয় এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর