25.4 C
Dhaka
Friday, August 22, 2025

লিড নিউজ

হাইমচরে ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের ভবন নির্মাণ সম্পন্ন হলেও উদ্বোধন হয়নি এখনো

আরও পড়ুন

মোঃ আক্তার হোসেন, হাইমচর, চাঁদপুর:

চাঁদপুর জেলার হাইমচর উপজেলায় নির্মিত ৫০ শয্যাবিশিষ্ট নতুন হাসপাতাল ভবনের নির্মাণকাজ শেষ হলেও দীর্ঘদিন ধরে তা উদ্বোধনের অপেক্ষায় রয়েছে। ২০২২ সালের মধ্যেই নির্মাণকাজ শেষ হওয়ার কথা থাকলেও, এখন ২০২৫ সালেও সেটির কার্যকর ব্যবহার শুরু হয়নি — যা স্থানীয়দের মধ্যে ব্যাপক হতাশা ও ক্ষোভের জন্ম দিয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, স্বাস্থ্যসেবা সম্প্রসারণের লক্ষ্যে সরকার হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীতকরণের উদ্যোগ নেয়। এ লক্ষ্যে একটি নতুন আধুনিক ভবন নির্মাণ করা হয় যা বর্তমানে সম্পূর্ণরূপে দৃশ্যমান, এমনকি অভ্যন্তরীণ কিছু সাজসজ্জাও ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

তবে উদ্বোধনের অভাবে ভবনটি দীর্ঘদিন ধরে অনাবাদি পড়ে রয়েছে। এতে করে হাইমচর উপজেলা ছাড়াও আশপাশের ইউনিয়ন ও গ্রামাঞ্চলের মানুষ প্রয়োজনীয় চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। রোগীদের চাঁদপুর সদর হাসপাতাল অথবা ঢাকা পাঠানো হচ্ছে — এতে সময়, অর্থ ও শারীরিক ঝুঁকি বাড়ছে।

স্থানীয় একাধিক বাসিন্দা জানান, “নতুন ভবনটি দাঁড়িয়ে আছে প্রায় দুই বছর ধরে, কিন্তু কোনো কার্যক্রম শুরু হয়নি। আমরা বুঝি না—যখন কাজ শেষ, তখনও কেনো রোগীদের সেখানে চিকিৎসা দেওয়া হচ্ছে না?”

একাধিক সংবাদপত্র ও টিভি মিডিয়ায় ভবন উদ্বোধন বিলম্ব নিয়ে প্রতিবেদন প্রকাশিত হলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি।

স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি দ্রুত এই হাসপাতাল ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন ও চিকিৎসা কার্যক্রম শুরু করার আহ্বান জানিয়েছে এলাকাবাসী। বিশেষ করে জরুরি বিভাগ, মহিলা ও শিশু স্বাস্থ্য, এবং রোগ নির্ণয়ের জন্য আধুনিক ল্যাব চালুর দাবি তোলা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর