25.2 C
Dhaka
Friday, August 22, 2025

লিড নিউজ

সন্তান নিয়ে জঙ্গলে রাত কাটানো এক অসহায় বাবা

আরও পড়ুন

পুলক শেখ, ময়মনসিংহ

ময়মনসিংহের তারাকান্দা উপজেলার ১০ নং বিসকা ইউনিয়নে ভূমিহীন রিপন মিয়া (৪৫) পরিবার-পরিজন নিয়ে চরম দুঃসহ জীবনযাপন করছেন। স্বামী-স্ত্রী ও তিন সন্তানকে নিয়ে তিনি বসবাস করছেন মেছেড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিছনের একটি জঙ্গলে। সেখানে পলিথিন দিয়ে চাউনি তৈরি করে ঝড়-বৃষ্টি ও রোদে দিন-রাত কাটাতে বাধ্য হচ্ছেন তারা।

স্থানীয় সূত্রে জানা যায়, রিপন মিয়া শারীরিকভাবে অসুস্থ। অসুস্থতার কারণে নিয়মিত কাজ করতে পারেন না। ফলে পরিবারে অভাব-অনটন নিত্যসঙ্গী হয়ে দাঁড়িয়েছে। কাজ না পেলে অনাহারে-অর্ধাহারে দিন কাটাতে হয় পুরো পরিবারকে। বিশেষ করে তিনটি সন্তান নিয়ে এই দুর্দশা আরও ভয়াবহ হয়ে উঠেছে।

এমন মানবেতর জীবনযাপন করা পরিবারটির পাশে দাঁড়ানোর জন্য স্থানীয় সচেতন মহল ও এলাকাবাসী প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন। তারা বলেন, “অবিলম্বে সরকারি আশ্রয়ণ প্রকল্প বা মানবিক সহায়তার মাধ্যমে রিপন মিয়া ও তার পরিবারকে সহায়তা করা প্রয়োজন।”

এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধিদের কেউ কেউ জানিয়েছেন, বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে আনা হবে। পাশাপাশি জরুরি সহায়তা প্রদানের চেষ্টা চলছে।

মানবিক এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য এলাকাবাসীর জোর দাবি—ভূমিহীন রিপন মিয়ার পরিবারকে সরকারি আশ্রয়ণ প্রকল্পে অন্তর্ভুক্ত করা হোক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর