বিপ্লব তালুকদার খাগড়াছড়ি::
১৯ আগস্ট বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে খাগড়াছড়িতে আলোচনা অনুষ্ঠিত হয়েছে খাগড়াছড়ি টাউন হলে।
বিকেলে চেঙ্গী স্কয়ার থেকে একটি মিছিল বের হয়ে খাগড়াছড়ি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে টাউন হলে এসে শেষ হয়।
পরে খাগড়াছড়ি টাউন হল প্রাঙ্গনে জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নূর মোহাম্মদ হৃদয় এর সঞ্চালনায় জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল্লাহ আল নোমান সাগর এর সভাপতিত্বে আলোচনা সভায় অংশ নেন দলীয় নেতা কর্মীরা।
এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান অতিথি হয়ে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি সাবেক এমপি ও কেন্দ্রীয় বিএনপি কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও জেলা সভাপতি ওয়াদুদ ভূইয়া,।
অনুষ্ঠানে প্রধান বক্তা হয়ে উপস্থিত ছিলেন জেলা বিএনপি সাধারণ সম্পাদক এম এন আবছার।
বিশেষ অতিথি হয়ে উপস্থিত ছিলেন জেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট মালেক মিন্টু, জেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক অনিমেষ চাকমা রিংকু, জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক আবদুর রব রাজা, জেলা বিএনপি স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম।