কামরুল হাসান, কুড়িগ্রাম:
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভয়াবহ চিকিৎসা সংকট নিরসনের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে রশিদ মন্ডল ফাউন্ডেশন। সোমবার (১৯ আগস্ট) সকালে স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বক্তারা বলেন, জনস্বাস্থ্য মানুষের মৌলিক অধিকার হলেও নাগেশ্বরী হাসপাতালে বর্তমানে চরম অব্যবস্থাপনা বিরাজ করছে। ১৮ জন বিশেষজ্ঞ চিকিৎসকের স্থলে মাত্র ২–৩ জন চিকিৎসক দায়িত্ব পালন করছেন। নেই পর্যাপ্ত নার্স, ওয়ার্ডবয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারী। অনেক ডাক্তার, নার্স ও কর্মচারী এখানে কর্মরত থাকলেও বিভিন্ন স্থানে প্রেষণে থাকায় স্থানীয়রা স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন।
মানববন্ধন থেকে যেসব দাবি জানানো হয়:
১. অবিলম্বে প্রয়োজনীয় সংখ্যক বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগ।
২. পর্যাপ্ত সংখ্যক নার্স, তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারী নিয়োগ।
৩. নরমাল ডেলিভারি ও সিজার পুনরায় চালু।
৪. অ্যাম্বুলেন্স ভাড়া সাধারণ মানুষের সামর্থ্যের মধ্যে নির্ধারণ।
৫. রায়গঞ্জ ইউনিয়নের ১০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্স পুনরায় চালু।
৬. কচাকাটা থানায় ৩০ শয্যার নতুন স্বাস্থ্য কমপ্লেক্স নির্মাণ ও চালু।
৭. রোগীদের সঙ্গে সদাচরণ নিশ্চিত করা।
৮. অপারেশন থিয়েটার চালু।
৯. যন্ত্রপাতির জন্য দক্ষ টেকনিশিয়ান নিয়োগ।
বক্তারা আরও বলেন, স্বাস্থ্যসেবায় অবহেলা সাধারণ মানুষ মেনে নেবে না। দ্রুত দাবি বাস্তবায়ন না হলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে।
মানববন্ধনে উপস্থিত ছিলেন নাগেশ্বরী বণিক সমিতির সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক, উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম রসুল রাজা, শফিকুল ইসলাম শফি প্রমুখ। এছাড়া বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষার্থী ও সাংবাদিকরা অংশ নেন।
পরে অংশগ্রহণকারীরা কুড়িগ্রাম সিভিল সার্জনের বরাবর একটি স্মারকলিপি জমা দেন।