25.9 C
Dhaka
Friday, August 22, 2025

লিড নিউজ

ইবির ৩৩ ছাত্রলীগ নেতা-কর্মীকে শোকজ

আরও পড়ুন

বিপ্লব হোসেন, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া:

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ৩৩ জন ছাত্রলীগ নেতা ও কর্মীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নেওয়া শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের হুমকি, গালাগালি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে এ সিদ্ধান্ত নেওয়া হয়। সোমবার (১৯ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক।

রেজিস্ট্রার স্বাক্ষরিত পৃথক নোটিশে আগামী ১০ কার্যদিবসের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে।

শোকজ পাওয়া শিক্ষার্থীদের মধ্যে রয়েছেন—ছাত্রলীগ নেতা ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিপুল খান, সংগঠনের সেক্রেটারি নাসিম আহমেদ জয়, যুগ্ম সম্পাদক মেহেদী হাসান হাফিজ ও শাহিন আলম, সহ-সভাপতি রতন রায়সহ বিভিন্ন বিভাগের আরও অনেকে। এছাড়া অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, মার্কেটিং, আইন, চারুকলা, আরবি, সমাজকল্যাণ ও অন্যান্য বিভাগের মোট ৩৩ শিক্ষার্থীকে এই নোটিশ দেওয়া হয়েছে।

শোকজপত্রে বলা হয়েছে—গত জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নেওয়া শিক্ষকদের ও শিক্ষার্থীদের বিরুদ্ধে হুমকি, ভীতি প্রদর্শন, উসকানিমূলক স্লোগান দেওয়া এবং আন্দোলন ভাঙতে সক্রিয় থাকার অভিযোগ তদন্তে প্রমাণিত হয়েছে। এ অবস্থায় কেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে না, তা ১০ কার্যদিবসের মধ্যে লিখিতভাবে জানাতে বলা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর