বিপ্লব তালুকদার, খাগড়াছড়ি প্রতিনিধি::
খাগড়াছড়ি বাজারে ফুটপাত ও সড়ক দখল করে গড়ে উঠা অবৈধ স্থাপনার বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমান আদালত । আজ মঙ্গলবার বেলা সাড়ে ১২ টা থেকে ২ ঘণ্টা ব্যাপী বাজারে এই অভিযান পরিচলনা করা হয়।
এ সময় খাগড়াছড়ি বাজারে ফুটপাত ও সড়ক দখল করে গড়ে উঠা অবৈধ ৩টি দোকানকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৬ হাজার টাকা জরিমানা করেন জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত জাহান ও নোমান ইবনে হাফিজ। শহরের শুটকি বাজার, পানবাজার, সবজি বাজার, মসজিদ মার্কেট এলাকায় অভিযান পরিচালনা করা হয় । উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দেন খাগড়াছড়ি পৌর প্রশাসক নাজমুন আরা সুলতানা।
উচ্ছেদ অভিযান চলা কালে পৌর প্রশাসক নাজমুন আরা সুলতানা জানান যতদি অবৈধভোবে ফুটপাট ও সড়ক দখল করা হবে ততদিন এ অভিযান চলবে। কাউকে ফুটপাট ও সড়ক দখল করতে দেয়া হবে না।
এ সময় খাগড়াছড়ি বাজার ব্যবসায়ী সভাপতি মো: ইউনুসসহ পুলিশের উধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।#