শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি-
গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের চিনাশুখানিয়া গ্রামে জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে ফলজ গাছ কেটে ফেলা ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে একই গ্রামের কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে।
অভিযোগকারী মোঃ ফজলুল হক জানান, দীর্ঘদিন ধরে প্রতিবেশী মোঃ আল আমিন (৩৫), রফিকুল ইসলাম (৫৫) ও মোছা: নুসরাত (২৫) তার সঙ্গে জমি সংক্রান্ত শত্রুতা পোষণ করে আসছেন। এরই ধারাবাহিকতায় গত ১৭ আগস্ট সন্ধ্যা সাড়ে ৬টার দিকে অভিযুক্তরা ফজলুল হকের বাড়ির পাশের তার ক্রয়কৃত জমিতে প্রবেশ করে জমিতে রোপিত বিভিন্ন প্রজাতির ফলজ গাছ কেটে দেন। এতে প্রায় ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।
ঘটনার সময় ফজলুল হকের ছেলে মোঃ আশিক বাধা দিতে গেলে অভিযুক্তরা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং দা তুলে ভয়ভীতি দেখিয়ে বলেন, “তোকে খুন করে লাশ টুকরো টুকরো করে ফেলবো।” এতে আশিক প্রাণভয়ে পিছু হটে যায়।
এ ঘটনায় মোবাইল ফোনে ভিডিও ধারণ করা হয়েছে বলেও দাবি করেন অভিযোগকারী। তিনি জানান, ঘটনার পর স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অবহিত করে থানায় অভিযোগ করতে কিছুটা বিলম্ব হয়েছে।
এ বিষয়ে শ্রীপুর মডেল থানার অফিসার ইনচার্জ বরাবর একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন মোঃ ফজলুল হক। অভিযোগটি তদন্তাধীন রয়েছে বলে থানা সূত্রে জানা গেছে।