আল আমিন (নাটোর)
নাটোরের বড়াইগ্রামে পরীক্ষা কেন্দ্রে ছাত্রদল নেতার প্রবেশ নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার সকালে এইচএসসি পরীক্ষা শুরুর কিছু আগে উপজেলার বনপাড়া ডিগ্রি কলেজ পরিক্ষা কেন্দ্রে প্রবেশ করেন ওই ছাত্রদল নেতা।
এর আগে কক্ষে ওই নেতা ছাত্রছাত্রীদের সাথে কথা বলছেন এমন একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। তারপর থেকে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। এই ঘটনায় ১৪৪ ধারা আইন ভঙ্গ করায় অভিযুক্ত ছাত্রদল নেতা রাকিব সরদারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে থানা পুলিশকে নির্দেশ দেয়া হয়েছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লায়লা জান্নাতুল ফেরদৌস।
অভিযুক্ত রাকিব সরদার বনপাড়া পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক।
বড়াইগ্রাম উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস জানান, তিনি সকাল ৯টা ৪০ মিনিটে
বনপাড়া ডিগ্রি কলেজ পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করতে যান। এসময় কেন্দ্র সংশ্লিষ্ট কর্মকর্তা, কক্ষ পরিদর্শক ও পরিক্ষার্থী ছাড়া অন্য কেউ ছিলেন না। তবে আসন দেখিয়ে দিতে একজন পরিক্ষার্থীর সাথে কক্ষে প্রবেশ করেছেন রাকিব সরদার নামে একজন এমনটাই জানতে পেরেছি।
এঘটনায় কেন্দ্র সচিব মিজানুর রহমানকে কারন দর্শানোর নোটিশ দেয়া হয়েছে।এছাড়া ওই কক্ষের দায়িত্ব থাকা চারজন শিক্ষককে দায়িত্ব হতে অব্যাহতি দেওয়া হয়েছে। আর ১৪৪ ধারা অমান্য করায় বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে ব্যবস্থা নেয়ার জন্য অবহিত করা হয়েছে।
অভিযুক্ত রাকিব সরদার জানান, আমার চাচাতো বোনকে নিয়ে কেন্দ্রে প্রবেশ করেছিলাম। পরীক্ষা পরিদর্শন বা অন্য কোন উদ্দ্যেশ্য আমার ছিল না। তবে কেন্দ্রে প্রবেশ করা ভুল হয়েছে বলেও স্বীকার করেন তিনি।
এদিকে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজ করায় নাটোর জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক স্বাক্ষরিত এক চিঠিতে রাকিব সরদার কে তার পদ থেকে বহিষ্কার করা হয়।
আটকের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান, বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম সারওয়ার।