25.9 C
Dhaka
Friday, August 22, 2025

লিড নিউজ

যুক্তরাষ্ট্রে মিরসরাইয়ের যুবক নিহতের ঘটনায় মার্কিন দূতাবাসের শোক

আরও পড়ুন

:::মিরসরাই প্রতিনিধি:::

যুক্তরাষ্ট্রে মিরসরাইয়ের যুবক নিহতের ঘটনায় মার্কিন দূতাবাসের শোক
যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যে মিরসরাইয়ের যুবক রমিম উদ্দিন আহমেদকে (২২) গুলি করে হত্যার ঘটনায় শোক জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস।
বৃহস্পতিবার (২০ জুলাই) দূতাবাসের ফেসবুক পেজে পোস্ট দিয়ে এ শোক জানানো হয়।

ওই ফেসবুক পোস্টে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের মিসৌরির সেন্ট লুইস এলাকায় ডাকাতির ঘটনায় নিহত ২২ বছর বয়সী বাংলাদেশি শিক্ষার্থীর পরিবারের সদস্যদের প্রতি আমরা গভীর শোক ও সমবেদনা জানাচ্ছি। আশা করি, যথাযথ কর্তৃপক্ষ এ ধরনের ঘৃণ্য অপরাধের তদন্ত করবে এবং অপরাধীদের বিচারের আওতায় আনা হবে। ওই শিক্ষার্থীর পরিবারের সদস্য ও বন্ধুদের জন্য সমবেদনা।

বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে জানা গেছে, বাংলাদেশ সময় গত ১৮ জুলাই মধ্যরাতে মিসৌরির সেন্ট লুইস শহরের হ্যাম্পটন অ্যাভিনিউয়ের একটি গ্যাসস্টেশনে রমিমকে দুর্বৃত্তরা গুলি করে হত্যা করে।

রমিম চট্টগ্রামের মিরসরাই উপজেলার ভালুকিয়া এলাকার প্রয়াত বীর মুক্তিযোদ্ধা শামসুদ্দিন আহমেদের ছেলে। ২০১৬ সাল থেকে তিনি যুক্তরাষ্ট্রে বসবাস করছিলেন।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর