23 C
Dhaka
Tuesday, May 7, 2024
More

    হাসপাতালে প্রাইভেট প্রাকটিস বন্ধ, দুর্ভোগ চরমে

    আরও পড়ুন

    পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি ::

    দক্ষিণ চট্টগ্রামের পটিয়া জেনারেল হাসপাতাল ও মহানগরীর মেডিক্যাল সেন্টার হাসপাতালের দুই চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে এবং অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে আজ মঙ্গলবার (২৩ এপ্রিল) চট্টগ্রামের প্রাইভেট প্র্যাকটিস বন্ধ রাখবেন চিকিৎসকরা।

    সকাল ৬টা থেকে পরদিন সকাল ৬টা পর্যন্ত ব্যক্তিগত চেম্বার, হাসপাতালে নতুন রোগী ভর্তি, ডায়াগনোস্টিক সেন্টারে নতুন রোগীর সেবা কার্যক্রম বন্ধ রাখার এ ঘোষণা দেয় চিকিৎসকদের সংগঠন বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (বিএমএ) চট্টগ্রাম শাখা। তাদের পাঠানো গণমাধ্যমে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিএমএ যুগ্ম সম্পাদক ডা. মো. রবিউল করিম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

    জানা যায়, চট্টগ্রামের পটিয়া জেনারেল হাসপাতালে ঈদের আগের দিন রাতে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক রক্তিম দাশের ওপর হামলাকারী ছৈয়দ চেয়ারম্যানসহ অন্যান্য আসামিদের গ্রেপ্তার ও আটক আসামির জামিন বাতিলের দাবিতে দফায় দফায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ থেকে প্রাইভেট প্র্যাকটিস বন্ধসহ কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন (বিএমএ) চট্টগ্রাম শাখার নেতৃবৃন্দরা।

    গত ১৭ এপ্রিল পটিয়া ও ১৮ এপ্রিল দুপুরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের প্রধান গেটে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

    উক্ত প্রতিবাদ সমাবেশে বিএমএ চট্টগ্রাম শাখার সভাপতি অধ্যাপক ডা. মো. মুজিবুল হক খান ও সাধারণ সম্পাদক ডা. ফয়সাল ইকবাল চৌধুরীসহ বিভিন্ন সংগঠনের উপস্থিত বিভিন্ন পেশাজীবী নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

    এ সময় বক্তারা বলেন, আমরা চিকিৎসকরা যখন অন্য পেশার ব্যক্তিরা ঈদ ও নববর্ষের আনন্দ পরিবারের সঙ্গে উপভোগ করার জন্য একসঙ্গে উপস্থিত থেকে উদযাপন করেন, তখন আমরা মানবতার সেবায় নিজেদের নিয়োজিত রেখে জনগণের চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যে সরকারি ছুটির দিনে গত ১০ এপ্রিল পটিয়া জেনারেল হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ডা. রক্তিম দাশ জরুরি বিভাগে চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছিলেন ঠিক সেই মুহূর্তে সড়ক দুর্ঘটনায় আহত সাইফুল্লাহ পলাশ নামের এক রোগীকে নিয়ে ছৈয়দ চেয়ারম্যানসহ তার স্বজনরা চিকিৎসা নিতে আসে। ডা. রক্তিম দাশ উক্ত রোগীর মুখের ভেতর রক্তক্ষরণ বন্ধ করে প্রাথমিক চিকিৎসা দিয়ে এক্স-রে করতে পাঠান।

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisement -spot_img

    সবশেষ খবর