23 C
Dhaka
Tuesday, May 7, 2024
More

    বেলুন উড়িয়ে বলীখেলার উদ্বোধন

    আরও পড়ুন

    নিজস্ব প্রতিবেদক :::

    বেলুন উড়িয়ে চট্টগ্রামের ঐতিহ্যবাহী আবদুল জব্বারের বলীখেলা উদ্বোধন হয়েছে। বৃহস্পতিবার (২৫ শে এপ্রিল)  বিকেল ৪টা ১৫ মিনিটের দিকে বলীখেলার ১১৫ তম আসর উদ্বোধন করেন অতিথিরা।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন রেলপথ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী। উদ্বোধক চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বলীখেলার স্পন্সর প্রতিষ্ঠান এনএইচটি স্পোর্টস কমপ্লেক্সের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোহাম্মদ তানসীর।

    বলী খেলা উপলক্ষ্যে লালদীঘি মাঠ ঘিরে তিনদিনব্যাপী বৈশাখী মেলা শুরু হতে একদিন বাকী থাকলেও এরইমধ্যে দেশের বিভিন্ন এলাকা থেকে দোকানিরা আসতে শুরু করেছেন; পসরা সাজিয়ে বসে গেছেন বেচাবিক্রিতে।

    বুধবার থেকে মেলা শুরু হলেও মূল আকর্ষণ ঐতিহাসিক বলী খেলা অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার বিকালে লালদীঘি মাঠে।

    বাংলা পঞ্জিকা অনুসারে ১২ বৈশাখ চট্টগ্রাম নগরীর লালদীঘি মাঠে প্রতিবছর অনুষ্ঠিত হয় এই ঐতিহাসিক ‘আব্দুল জব্বারের বলী খেলা’। এ বছর অনুষ্ঠিত হবে বলী খেলার ১১৫তম আসর।

    বলী খেলাকে কেন্দ্র করে কোতোয়ালী থানা মোড় থেকে জেল রোড, লালদীঘি হয়ে আন্দরকিল্লা জেনারেল হাসপাতাল ও সিনেমা প্যালেস মোড় পর্যন্ত মাঠের আশপাশের প্রায় দেড় বর্গকিলোমিটার জায়গাজুড়ে বসে মেলা।

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisement -spot_img

    সবশেষ খবর