
স্টাফ রিপোর্টার :
দেশের উত্তরাঞ্চলের অর্থনৈতিক উন্নয়ন, কৃষি উৎপাদন বৃদ্ধি ও পানিসম্পদ ব্যবস্থাপনায় যুগান্তকারী উদ্যোগ হিসেবে বিবেচিত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে চীনের চূড়ান্ত সম্মতির অপেক্ষায় রয়েছে অন্তর্বর্তী সরকার।
প্রয়োজনীয় সব নথিপত্র ইতোমধ্যে চীনা সরকারের কাছে পাঠানো হয়েছে এবং অর্থায়ন সংক্রান্ত আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
রোববার (১৮ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে নীলফামারীতে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ কার্যক্রমে অংশ নিতে ঢাকা থেকে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
উপদেষ্টা জানান, বর্তমানে চীনা সরকারের একটি বিশেষজ্ঞ দল তিস্তা মহাপরিকল্পনার কারিগরি দিক, অর্থায়ন কাঠামো ও বাস্তবায়ন প্রক্রিয়া যাচাই-বাছাই করছে। এই যাচাই প্রক্রিয়া সম্পন্ন করে চীনের চূড়ান্ত সম্মতি পাওয়া গেলে দেশের অন্যতম বৃহৎ এই উন্নয়ন প্রকল্পের কাজ আনুষ্ঠানিকভাবে শুরু করা হবে।
তিনি বলেন, “তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়িত হলে উত্তরাঞ্চলের কৃষি উৎপাদন, সেচব্যবস্থা, বন্যা নিয়ন্ত্রণ এবং পরিবেশগত ভারসাম্যে দীর্ঘমেয়াদি ইতিবাচক পরিবর্তন আসবে। এটি কেবল একটি অবকাঠামোগত প্রকল্প নয়, বরং এ অঞ্চলের মানুষের বহুদিনের প্রত্যাশা পূরণের একটি টেকসই পথ।”
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের দায়িত্ব শুধু অন্তর্বর্তী সরকারের নয়; জনগণের সম্মিলিত অংশগ্রহণ ও সচেতন ভূমিকাও এ ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সাংবাদিকদের সঙ্গে কথা শেষে তিনি সড়কপথে নীলফামারীর উদ্দেশ্যে রওনা দেন।
এই বাংলা/এমএস
টপিক
