33 C
Dhaka
Sunday, May 19, 2024
More

    কেশবপুরে ফ্রী স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের আত্মপ্রকাশ

    আরও পড়ুন

    কেশবপুর (যশোর) প্রতিনিধি

    যশোরের কেশবপুরে আমেনা শাহাদৎ হেলথ কেয়ার সেন্টার একটি অলাভজনক স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান আত্মপ্রকাশ করেছে। উপজেলার সন্ন্যাসগাছা গ্রামে এ প্রতিষ্ঠানটি গড়ে তুলেছেন খ্যাতনামা মানবতার ফেরিওয়ালা অসহায় গরীব শিশুদের চিকিৎসক শিশুবিশেষজ্ঞ চিকিৎসক আবিদ হোসেন মোল্লা।

    এ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের আত্মপ্রকাশ উপলক্ষে গত শুক্রবার প্রতিষ্ঠানের সামনে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ঢাকা মেডিকেল কলেজের শিশু বিভাগের সাবেক প্রধান ও অবসরপ্রাপ্ত অধ্যাপক আবিদ হোসেন মোল্লা।

    বক্তব্য রাখেন খুলনার অ্যাডমিনিস্ট্রেটিভ কনভেনশন সেন্টারের প্রকল্প পরিচালক আবু সায়েদ মো. মনজুর আলম, কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এস রুহুল আমিন, নড়াইলের অতিরিক্ত জেলা প্রশাসক এম এম আরাফাত হোসেন, কেশবপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তুহিন হোসেন, কেশবপুর থানার ওসি জহিরুল আলম, কেশবপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম প্রমুখ।

    চিকিৎসক আবিদ হোসেন মোল্লা তাঁর বক্তব্যে বলেন, তাঁর মা ও বাবার নামে প্রতিষ্ঠিত আমেনা- শাহাদৎ হেলথ কেয়ার সেন্টার একটি অলাভজনক স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান। এখানে নিয়মিত এমবিবিএস চিকিৎসক থাকবেন। এ ছাড়া বিভিন্ন দিনে বিশেষজ্ঞ চিকিৎসকেরা বসবেন। পরে এখানে বিভিন্ন পরীক্ষা- নিরীক্ষার ব্যবস্থা করা হবে।

    এই বাংলা/এমপি

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisement -spot_img

    সবশেষ খবর