নোয়াখালী প্রতিনিধি :
নোয়াখালীর কবিরহাটে পৃথক অভিযানে আন্তঃজেলা মোটরসাইকেল চোরচক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারদের মধ্যে একজন বিএনপি নেতার দুই ভাইও রয়েছে। এসময় তাদের কাছ থেকে পাঁচটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
বুধবার (২৬ নভেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন মিয়া। এর আগে সোমবার রাত থেকে মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত ঘোষবাগ ইউনিয়নের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— জাকের হোসেন সোহাগ (৩২) মোশারফ হোসেন (28) (দুজনই ঘোষবাগ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবদুর রহিম বাবরের ভাই) মিরাজ ওরফে মেহেরাজ হোসেন (২০) নূর উদ্দিন ওরফে সাগর (১৯)
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার গভীর রাতে ঘোষবাগ ইউনিয়নের চর আলগী বাজারের পশ্চিমে ভুলু ডুবাই আলার বাড়িতে প্রথম অভিযান চালায় পুলিশ। এসময় তিনটি চোরাই মোটরসাইকেলসহ চোরচক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়।
পরবর্তী অভিযান চলে মঙ্গলবার দুপুরে—এ সময় আরো দুটি চোরাই মোটরসাইকেলসহ মোশারফকে গ্রেপ্তার করা হয়। একইদিন বিকালে আলাদা অভিযানে জাকের হোসেন সোহাগকেও আটক করে পুলিশ।
স্থানীয়দের অভিযোগ, রাজনৈতিক প্রভাব খাটিয়ে দীর্ঘদিন ধরে বাবরের ভাইয়েরা আন্তঃজেলা মোটরসাইকেল চোরচক্র পরিচালনা করছিল।
তবে অভিযোগ অস্বীকার করে ঘোষবাগ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবদুর রহিম বাবর বলেন, “তাদের কারাগারে পাঠানো হয়েছে শুনেছি। কিন্তু আমার প্রভাব খাটিয়ে তারা কোনো অবৈধ কাজ করতে পারে না। তারা তাদের মতো চলে, আমি সাধারণভাবে চলাফেরা করি এবং দলকে ভালোবেসে রাজনীতি করি।”
ওসি শাহীন মিয়া জানান, “দুটি মামলায় চার আসামিকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। উদ্ধারকৃত পাঁচটি মোটরসাইকেল পুলিশ হেফাজতে রয়েছে।”
এই বাংলা/এমএস
টপিক
