Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

নাসিরনগরে ট্রাকের সঙ্গে মোটরসাইকেল ধাক্কায় দুই সাংবাদিক আহত

নাসিরনগর (ব্রাহ্মণবাড়ীয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়ীয়া জেলার নাসিরনগর উপজেলা সদরে বুধবার (২৬ নভেম্বর) রাতে ট্রাকের সঙ্গে মোটরসাইকেল ধাক্কায় দুই সাংবাদিক আহত হয়েছেন। দৈনিক এই বাংলার সর্বশেষ খবর...
Homeখেলা-ধুলাঅধিনায়কত্ব ছাড়ার ইঙ্গিত লিটন দাসের: দল নির্বাচন নিয়ে ক্ষোভ

অধিনায়কত্ব ছাড়ার ইঙ্গিত লিটন দাসের: দল নির্বাচন নিয়ে ক্ষোভ

ডেস্ক নিউজ :

বাংলাদেশের টি–টোয়েন্টি ক্রিকেটে সাম্প্রতিক সময়টা ছিল লিটন দাসের নেতৃত্বে বেশ সফল। টানা সিরিজ জয়ের ধারাবাহিকতা, এশিয়া কাপে ফাইনালের দৌড়ে টিকে থাকা—সব মিলিয়ে বিশ্বকাপের আগে দল ছিল আত্মবিশ্বাসী। তবে ঠিক এমন সময়ই নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছেন লিটন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

২০২৪ সালের শেষ দিকে ওয়েস্ট ইন্ডিজকে তাদের মাঠে ৩–০ ব্যবধানে হারিয়ে নেতৃত্বে নিজের যোগ্যতা প্রমাণ করেছিলেন তিনি। পরবর্তীতে শ্রীলঙ্কা, পাকিস্তান ও নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ জিতেও দলের মোমেন্টাম ধরে রাখেন। আফগানিস্তান সিরিজে তিনি না থাকলেও বাংলাদেশ জেতে ৩–০ ব্যবধানে।

তবে দল নির্বাচনে অধিনায়কের মতামত উপেক্ষা করা নিয়েই মূল ক্ষোভ লিটনের। আয়ারল্যান্ড সিরিজের দলে শামীম হোসেনকে রাখা হয়নি—যা তার পরিকল্পনায় ছিল। সংবাদ সম্মেলনে তিনি জানান, তাকে কিছু না জানিয়েই শামীমকে বাদ দেওয়া হয়েছে।

লিটনের ভাষায়, “শামীম থাকলে ভালো হতো। এটা আমার সিদ্ধান্ত না—সম্পূর্ণ নির্বাচকদের সিদ্ধান্ত। আমাকে কোনো নোটিশই দেওয়া হয়নি।”

অন্যদিকে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু বলেন, অধিনায়কের মত মানার কোনো বাধ্যবাধকতা তাদের নেই। দল গঠন পুরোপুরি নির্বাচকদের কাজ।

লিটন জানান, তাকে জানানো হয়েছে দল গঠনে তার কোনো ভূমিকা নেই; নির্বাচকেরাই স্কোয়াড ঠিক করবেন, তিনি শুধু সেই দল নিয়েই মাঠে নামবেন।

অধিনায়ক হিসেবে এমন সীমাবদ্ধতা তাকে ভাবাচ্ছে জানিয়ে লিটন আরও বলেন, বিশ্বকাপ পর্যন্ত দায়িত্বে থাকবেন কি না—তা সময়ই বলে দেবে।

এই বাংলা/এমএস

টপিক