কুড়িগ্রাম, ফুলবাড়ী:
দীর্ঘ ৩৫ বছরের শিক্ষকতা জীবনের ইতি টানলেন কুড়িগ্রামের ফুলবাড়ী জছিমিয়া মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল জলিল। তার অবসর গ্রহণের এই দিনে সহকর্মী ও শিক্ষার্থীরা এক অভূতপূর্ব আয়োজনে তাকে বিদায় জানান। বৃহস্পতিবার দুপুরে ফুল, শুভেচ্ছা ও সম্মাননার পর একটি সুসজ্জিত ঘোড়ার গাড়িতে করে তাকে পুরো শহর ঘুরিয়ে বাড়িতে পৌঁছে দেওয়া হয়।
বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের এই শিক্ষক তার দীর্ঘ কর্মজীবনে সততা ও নিষ্ঠার সঙ্গে পাঠদান করেছেন। শিক্ষক হিসেবে তার ভালোবাসা ও আন্তরিকতা শিক্ষার্থীদের মনে গভীর ছাপ ফেলেছিল। তাই বিদায়ের দিনে বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীসহ সমাজের বিভিন্ন স্তরের মানুষ তাকে বিদায় জানাতে উপস্থিত হয়েছিলেন।
এমন রাজকীয় সম্মান পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন শিক্ষক আব্দুল জলিল। তিনি বলেন, “আমি কখনো ভাবিনি যে আমার বিদায় এমন বর্ণাঢ্য আয়োজনে হবে। সহকর্মী ও শিক্ষার্থীদের এই ভালোবাসায় আমি সত্যিই ধন্য। স্কুল থেকে বিদায় নিলেও আমি সব সময় তোমাদের পাশে আছি এবং থাকব।” তিনি সবার কাছে দোয়া চেয়েছেন এবং নিজেও সবার জন্য দোয়া করবেন বলে জানান।
শিক্ষার্থীরা জানায়, আব্দুল জলিল স্যার শুধু একজন শিক্ষক ছিলেন না, তিনি ছিলেন অভিভাবকের মতো। তারা বলেন, “স্যার আমাদের সব সময় স্নেহ আর মমতা দিয়ে পড়াতেন। আজ তার বিদায়ে আমরা একজন ভালো শিক্ষককে হারালাম।” তারা স্যারের দীর্ঘায়ু কামনা করেন।
সহকর্মীরাও তাদের অনুভূতি প্রকাশ করেন। তারা জানান, “আমরা একজন ভালো সহকর্মীকে বিদায় দিলাম। তিনি সব সময় আমাদের ভালো পরামর্শ দিতেন এবং শিক্ষার্থীদের আন্তরিকতার সঙ্গে পাঠদান করাতেন। তার এই শূন্যতা পূরণ করা কঠিন।”
পুরো আয়োজনটি শিক্ষক আব্দুল জলিলের প্রতি তার শিক্ষার্থীদের এবং সহকর্মীদের গভীর শ্রদ্ধা ও ভালোবাসারই প্রতিফলন।