26 C
Dhaka
Saturday, August 23, 2025

লিড নিউজ

পবিপ্রবিতে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব মশা দিবস পালিত

আরও পড়ুন

সানাউল্লাহ রেজা শাদ, পটুয়াখালী::

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে বিশ্ব মশা দিবস। মঙ্গলবার (১৯ আগস্ট) সকাল সাড়ে ৯টায় উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলামের নেতৃত্বে এক শোভাযাত্রা বের হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে। শোভাযাত্রা শেষে বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে কীটতত্ত্ব বিভাগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম বলেন, “মশাবাহিত রোগ কেবল ব্যক্তির জন্য নয়, বরং পুরো সমাজ ও রাষ্ট্রের জন্য বড় হুমকি। সম্মিলিত উদ্যোগ ও সচেতনতাই পারে এ রোগ প্রতিরোধ করতে। শিক্ষার্থীদের উচিত পরিবার ও সমাজকে সচেতন করা। শিক্ষাঙ্গনগুলোকে এ ক্ষেত্রে রোল মডেল হতে হবে।”

বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান বলেন, “মশা প্রতিরোধ কেবল সরকারি উদ্যোগে সম্ভব নয়। সবাইকে নিজ আঙিনা ও চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।”

কোষাধ্যক্ষ অধ্যাপক মো. আবদুল লতিফ বলেন, “আজকের তরুণ প্রজন্মই আগামী দিনের নেতৃত্ব দেবে। তারা এখন থেকেই যদি সচেতন হয়, তবে আগামী প্রজন্ম একটি নিরাপদ ও স্বাস্থ্যসম্মত পরিবেশে বেড়ে উঠতে পারবে।”

এছাড়া দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ে নানা সচেতনতামূলক কার্যক্রমের আয়োজন করা হয়। এর মধ্যে ছিল সেমিনার ও কর্মশালা, প্রচারপত্র বিতরণ, ক্যাম্পাস পরিচ্ছন্নতা অভিযান, দেয়ালিকা ও পোস্টার প্রদর্শনী। এসব কর্মসূচি শিক্ষার্থীদের মাঝে মশাবাহিত রোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও স্বাস্থ্যকর পরিবেশ গড়ে তুলতে ভূমিকা রাখছে।

উল্লেখ্য, প্রতি বছর ২০ আগস্ট বিশ্ব মশা দিবস পালন করা হয়। তবে আগামীকাল আখেরি সোম্বার ছুটি থাকায় পবিপ্রবিতে একদিন আগে দিবসটি পালিত হয়। ১৮৯৭ সালের এ দিনে ব্রিটিশ চিকিৎসক স্যার রোনাল্ড রস প্রমাণ করেছিলেন যে স্ত্রী অ্যানোফিলিস মশাই ম্যালেরিয়ার বাহক। তার এই আবিষ্কারের স্বীকৃতিস্বরূপ তিনি ১৯০২ সালে চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন। সেই স্মৃতিকে ধারণ করেই বিশ্বজুড়ে দিবসটি পালন করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর