দীপক কুমার সরকার, বগুড়া:
বগুড়ায় র্যাব বুধবার (২০ আগস্ট) সকালে শাজাহানপুর উপজেলার ছোনকা বাজার এলাকা থেকে জেলা স্বেচ্ছাসেবক লীগের নেতা এবং আশেকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হয়রত আলী সোনারকে (৩৬) গ্রেপ্তার করেছে।
শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম শফিক জানান, গ্রেপ্তারকৃত হয়রত আলীর বিরুদ্ধে হত্যা, মারপিট, চাঁদাবাজি, মাদক ও বিস্ফোরকসহ একাধিক মামলা রয়েছে। সর্বশেষ মামলাটি দায়ের করা হয়েছিল ১ নভেম্বর ২০২৪ সালে, যার জিআর নং-৩২৪/২০২৪। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, আশেকপুর ও চকজোড়া এলাকায় হয়রত আলী দীর্ঘদিন ধরেই আবাদি জমি ও ভিটা কেটে অবৈধভাবে মাটি বিক্রি করে সাধারণ মানুষকে ভীতি দেখিয়ে ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন। এছাড়াও ইউনিয়ন পরিষদের বিভিন্ন কর্মকাণ্ডে দুর্নীতির অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
শফিকুল ইসলাম বলেন, “সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তারের পর তাকে আদালতের মাধ্যমে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”