26 C
Dhaka
Saturday, August 23, 2025

লিড নিউজ

গলাচিপায় স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আরও পড়ুন

মোঃ বাপ্পি মিয়া, গলাচিপা, পটুয়াখালী:

পটুয়াখালীর গলাচিপায় উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আলোচনা সভা, বর্ণাঢ্য র‍্যালি, পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান এবং বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।

বুধবার (২০ আগস্ট) সকাল ১১টায় পৌরমঞ্চে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার হাওলাদার। অনুষ্ঠান উদ্বোধন করেন জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এনায়েত হোসেন মোহন।

সভায় বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মিজানুর রহমান সজিব, সদস্য মো. রেজাউল করিম ও আইয়ুব হোসেন শান্ত। উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোহাম্মদ আলী জিন্নাহর সভাপতিত্বে এবং সদস্য সচিব ফজলুল হক শাকিলের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাকসুদ আলম তালুকদার, সহকারী অধ্যাপক মোহাম্মদ নাসির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক খন্দকার মশিউর রহমান শাহিন, পৌর বিএনপির সভাপতি ভিপি মো. মিজানুর রহমান, সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন খান প্রমুখ।

এছাড়া সভায় বক্তব্য রাখেন পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. আহসান উদ্দিন পরাগ ও সদস্য সচিব মো. সাইফুল ইসলাম। উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ আয়োজনে অংশগ্রহণ করেন।

আলোচনা শেষে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সমাপ্ত হয়। পরবর্তীতে স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান এবং গলাচিপা সরকারি কলেজ ও গলাচিপা মহিলা ডিগ্রি কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর