26 C
Dhaka
Saturday, August 23, 2025

লিড নিউজ

আল্লামা সাঈদীর অসমাপ্ত স্বপ্ন পূরণের অঙ্গীকার শামীম সাঈদীর

আরও পড়ুন

এম এ নকিব নাছরুল্লাহ্, পিরোজপুর:

পিরোজপুরে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব শামীম সাঈদী বলেছেন, আল্লামা সাঈদী জেলার মানুষকে একটি মডেল জেলা উপহার দিতে চেয়েছিলেন, কিন্তু তা সম্ভব হয়নি। তিনি আসন্ন নির্বাচনে দাঁড়িপাল্লার পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

গত মঙ্গলবার (১৯ আগস্ট) পিরোজপুরের কাউখালীতে জামায়াতে ইসলামী আয়োজিত ভোটকেন্দ্র প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে শামীম সাঈদী এ কথা বলেন। তিনি অভিযোগ করেন, “ফ্যাসিস্ট সরকার মিথ্যা মামলা দিয়ে আল্লামা সাঈদীকে অন্যায়ভাবে ফাঁসির দণ্ড দেয় এবং তাঁর স্বপ্ন বাস্তবায়নের সুযোগ কেড়ে নেয়।” এসময় তিনি ভোটারদের উদ্দেশ্যে আহ্বান জানান, আগামী নির্বাচনে ব্যালটের মাধ্যমে অন্যায়ের জবাব দিতে হবে।

কাউখালী উপজেলা জামায়াতে ইসলামী আয়োজিত এ প্রতিনিধি সম্মেলনে শামীম সাঈদী আরও বলেন, “আল্লামা সাঈদীর যে অসমাপ্ত কাজ, তা বাস্তবায়ন করার দায়িত্ব এখন আমাদের। পিরোজপুরকে একটি মডেল জেলায় রূপান্তর করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।” তিনি উপস্থিত নেতাকর্মীদের নির্বাচনী মাঠে সক্রিয় থাকার আহ্বান জানান।

সম্মেলনে সভাপতিত্ব করেন কাউখালী উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা নজরুল ইসলাম খান। এতে প্রধান অতিথি ছাড়াও বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিশে শুরা ও বরিশাল অঞ্চল টিমের সদস্য একেএম ফখরুদ্দীন খান রাযী, জেলা সেক্রেটারি অধ্যক্ষ মোঃ জহিরুল হক, সহকারী সেক্রেটারি ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা মোঃ সিদ্দিকুল ইসলাম এবং সহকারী সেক্রেটারি শেখ আব্দুর রাজ্জাক। সম্মেলনের সঞ্চালনা করেন জেলা মিডিয়া বিভাগের সদস্য অধ্যাপক মোঃ সাইদুল কবির বশির।

শামীম সাঈদী বলেন, “দেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে হলে জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে হবে। দাঁড়িপাল্লার পক্ষে ভোট দিয়ে জনগণ ন্যায়বিচারের পথে অগ্রসর হবে।”
অন্য বক্তারাও আসন্ন নির্বাচনে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

আল্লামা সাঈদী জামায়াতে ইসলামী বাংলাদেশের শীর্ষস্থানীয় নেতা ছিলেন। রাজনৈতিক জীবনে তিনি বিভিন্ন সময়ে বিতর্কিত হলেও তাঁর সমর্থকরা তাঁকে পিরোজপুরের উন্নয়নের স্বপ্নদ্রষ্টা হিসেবে তুলে ধরেন। স্থানীয় নেতারা জানিয়েছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীকে বিজয়ী করতে কর্মসূচি আরও জোরদার করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর