আবু রায়হান লিটন, নওগাঁ:
নওগাঁর বদলগাছীর দুলাল হোসেন ২৩ বছরের কারাভোগ শেষে নতুন জীবনের শুরু করলেন। জেলা প্রশাসকের উদ্যোগে তাকে দেওয়া হয়েছে একটি মুদি দোকান এবং পুনর্বাসনের অংশ হিসেবে নগদ মূলধন ও বসবাসের জন্য ঘরের আশ্বাসও দেওয়া হয়েছে।
দুলাল মাত্র ২৫ বছর বয়সে আজীবন কারাদণ্ড পান। ২০০২ সালে স্ত্রীর আত্মহত্যার ঘটনায় হত্যা মামলার দায়ে তার সাজা হয়। রাজশাহী ও নওগাঁ জেলা কারাগারে দীর্ঘ সময় কারাভোগ করার সময় তিনি শৃঙ্খলাবদ্ধ ও দায়িত্বশীল থাকার কারণে অন্যদের দেখাশোনার দায়িত্বও পালন করতেন।
কারাগারে থাকা অবস্থায় পরিবারের আর্থিক অবস্থা শূন্যে নেমে আসে। কেবল মাঝে মাঝে তার মা আয়েশা কিছু টাকা দিয়ে সাহায্য করতেন। মুক্তির পর সমাজে নতুনভাবে প্রতিষ্ঠিত হওয়ার কোনো উপায় ছিল না। তাই বিকল্প কর্মসংস্থানের জন্য জেলা প্রশাসকের কাছে মুদি দোকানের আবেদন জানান দুলাল।
মা আয়েশা আবেগাপ্লুত হয়ে বলেন, “আমি ছেলেকে ফিরে পেয়ে অনেক খুশি। যদি তাকে একটি ঘর দেওয়া হয়, তবে মাথা গোঁজার জায়গা হবে।” গ্রামবাসীও একই দাবি জানিয়েছেন, যাতে দীর্ঘ ২৩ বছর কারাভোগের পর দুলাল সমাজে স্বাভাবিক জীবন শুরু করতে পারেন।
জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল আউয়াল বলেন, “সমাজের প্রতিটি মানুষের সুন্দরভাবে বাঁচার অধিকার আছে। দুলালের ২৩ বছর জেলখানায় কেটে গেছে। নতুন জীবনে যেন তিনি স্বপ্ন গড়তে পারেন এবং পুনরায় কোনো অপরাধে জড়িয়ে না পড়েন, তার জন্য সরকার সহায়তা দিয়েছে।”